ক্যারিবিয়ান ক্রিকেটার হিসাবে সর্বাধিক ওয়ান ডে খেলার নিরিখে গত ম্যাচেই ব্রায়ান লারাকে ধরে ফেলেছিলেন ক্রিস গেইল৷ জর্জটাউনে গেইল খেলতে নেমেছিলেন কেরিয়ারের ২৯৯তম ওয়ান ডে৷ বৃষ্টিতে ম্যাচ মাঝপথেই পরিত্যক্ত হলেও লারার ২৯৯টি ওয়ান ডে খেলার রেকর্ড ছুঁয়েছিলেন দ্য ইউনিভার্স বস৷ ৩০০তম আন্তর্জাতিক ওয়ান ডে খেলতে নামার দিনই নজির গড়লেন ক্রিস গেইল। ব্রায়ান লারার ঘরের মাঠ পোর্ট অব স্পেনেই তাঁকে টপকে গেলেন ক্রিস গেইল। ওয়ান ডে-তে লারার রানসংখ্যা ১০৪০৫। রবিবার তাঁকে টপকে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান হিসেবে ওয়ান ডে-তে সব চেয়ে বেশি রানের মালিক হলেন গেল।
নামার আগেই গেল জানিয়ে দিলেন, শেই হোপ, শিমরন হেটমায়ারদের মধ্যেও ৩০০ ম্যাচ খেলার ক্ষমতা রয়েছে। লারার ২৯৯ ওয়ান ডে খেলার নজির ভেঙে দিলেন তাঁরই দেশের আরও এক বাঁ-হাতি। ক্রিকেট জীবনের শেষের দিকে এসে গেলের মুখে উত্তরসূরিদের প্রশংসা। বলেন, ‘‘৩০০ ওয়ান ডে খেলার জন্য সব চেয়ে জরুরি পারফরম্যান্স। আশা করি, এত দিন সমর্থকদের হতাশ করিনি। ক্ষমতা অনুযায়ী খেলার চেষ্টা করেছি।’’ সঙ্গে যোগ করেন, ‘‘এই ওয়েস্ট ইন্ডিজ দলে আমার চেয়ে অনেক বেশি ওয়ান ডে খেলার ক্ষমতা রয়েছে কয়েক জনের। শেই হোপ, হেটমায়াররা ৩০০ ম্যাচের গণ্ডি অনায়াসে পার করে দেবে। ওদের মধ্যে সেই প্রতিভা দেখা গিয়েছে।
সব মিলিয়ে ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে গেইল তিনশো ম্যাচ খেলা ২১ নম্বর ক্রিকেটার৷ সব থেকে বেশি ৪৬৩টি ওয়ান ডে খেলার রেকর্ড রয়েছে সচিন তেন্ডুলকরের দখলে৷ পরের তিনটি স্থানে রয়েছেন তিন শ্রীলঙ্কার ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে (৪৪৮), সনৎ জয়সূর্য (৪৪৫) ও কুমার সাঙ্গাকারা (৪০৪)৷
এছাড়া একদিনের ক্রিকেটে তিনশো’র বেশি ম্যাচ খেলেছেন শাহিদ আফ্রিদি (৩৯৮), ইনজামাম-উল-হক (৩৭৮), রিকি পন্টিং (৩৭৫), ওয়াসিম আক্রম (৩৫৬), মহেন্দ্র সিং ধোনি (৩৫০), মুথাইয়া মুলরিধরণ (৩৫০), রাহুল দ্রাবিড় (৩৪৪), মহম্মদ আজহারউদ্দিন (৩৩৪), তিলকরত্নে দিলশান (৩৩০), জ্যাক কালিস (৩২৮), স্টিভ ওয়া (৩২৫), চামিন্ডা ভাস (৩২২), সৌরভ গঙ্গোপাধ্যায় (৩১১), অরবিন্দ ডি’সিলভা (৩০৮), যুবরাজ সিং (৩০৪) ও শন পোলক (৩০৩)৷