চিন্তন বৈঠক নিয়ে বিজেপিকে তুলোধোনা করলেন তৃণমূলের মহাসচীব পার্থ চট্টোপাধ্যায়। রবিবার সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, “বাংলায় চিন্তন বৈঠক করে কোনো লাভ হবে না। কারণ বাংলার মুখ্যমন্ত্রী সাধারণের পাশে সবসময় থাকেন। বিজেপি নেতারা মানুষের জন্য কাজ করার কথা ভাবেন না। ওদের দুঃখের সময় পাশে থাকেননা”।
সরশুনার সোনালি পার্কে এদিন বহু মানুষের উপস্থিত ছিলেন, সেখানেই পার্থবাবু ‘দিদিকে বলো’ কর্মসূচী পালন করেন। তাদের দেওয়া হয় দিদির ছবি দেওয়া কার্ড, ফোন নাম্বার, স্টিকার ও পুস্তিকা। মুখ্যমন্ত্রীর প্রসঙ্গে পার্থ বলেন, ” বিজেপি নেতারা মমতাকে ভয় পাচ্ছেন৷ এসব করে লাভ হবে না। কারণ মমতার মোকাবিলা করার মতো ক্ষমতা বিজেপির নেই”।
মহাসচীব পার্থ চট্টোপাধ্যায় জানান, “পুজো কমিটির কাছে আয়কর দফতরের পক্ষ থেকে যে কর দেওয়ার কথা হচ্ছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করবে সাধারণ মানুষ ও উদ্যোক্তারা। বাংলার সংস্কৃতি নিয়ে রাজনীতি করছে বিজেপি”।