আজ, সোমবার তিন দিনের চীন সফরে সারতে বেজিং পৌঁছেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ইতিমধ্যেই চিনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কুইশানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। প্রসঙ্গত, এ বছরের শেষের দিকে ভারত সফরে এসে নরেন্দ্র মোদীর বৈঠক করার কথা চিনা প্রেসিডেন্টের।
তাই মোদী সরকারের দ্বিতীয় ইনিংসে নতুন বিদেশমন্ত্রী জয়শঙ্করের এই সফরের লক্ষ্য হল চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য সেই ভারত সফরের বিষয়টি নিশ্চিত করা। সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে চিনফিংয়ের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হবে। সে ক্ষেত্রে উহান শীর্ষ বৈঠকের পরে এটিই হবে দুই দেশের দ্বিতীয় ঘরোয়া শীর্ষ বৈঠক। তবে জয়শঙ্করের সফরসূচী পূর্ব নির্ধারিত হলেও জম্মু-কাশ্মীর ও লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করা নিয়ে গত মঙ্গলবারই অসন্তোষ জানায় চীন। তাই এই মুহূর্তে চীনের অবস্থান সুস্পষ্ট করতে এই সফরের একাধিক বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।