আবার প্রকাশ্যে গেরুয়া শিবিরের তান্ডব। রাজ্যের শাসক দলের নেতা-কর্মীদের দল ছাড়ার হুমকি এখনও চলছে রাজ্যের বিভিন্ন স্থানে। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এইভাবে সন্ত্রাস চালাচ্ছে বিজেপি শিবির। এইবার ঘটনার কেন্দ্রস্থল সোদপুর। এখানকার বিবি বাগান মোড়ে তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে বোমবাজি। চলে এক রাউন্ড গুলিও। এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বিকেলে সোদপুরে বিবি বাগানে বিজেপির একটি সভা ছিল। সেই সভার জন্য তৈরি হচ্ছিল মঞ্চ। সেখানেই কিছু তৃণমূল সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বিজেপি সমর্থকরা। কিছুক্ষন পর মিটে গেলেও সেই রেশ কাটেনি। এর কিছু পর তাঁরা আবার ফিরে আসেন।
তৃণমূলের অভিযোগ, ফিরে এসে তৃণমূলের পার্টি অফিস ‘মাতঙ্গিনী ভবন’ লক্ষ্য করে বোমা ছোঁড়ে বিজেপি সমর্থকরা। এক রাউন্ড গুলিও চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এরপরই তৃণমূল কর্মীরা বি টি রোডের বিবি বাগান মোড় অবরোধ করেন। অবিলম্বে দোষীদের গ্রেফতারির দাবি জানান। এইরকম তান্ডব প্রায় প্রতিনিয়ত চলছে। তটস্থ রাজ্যবাসী।