বাংলার শাসক দলের নেতা-নেত্রীরা সবাই কোমর বেঁধে নেমেছেন তাঁদের প্রিয় নেত্রীর নির্দেশ মতো। রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে যেটুকু দূরত্ব তৈরি হয়েছে সেটুকুও দূরত্ব রাখতে চান না দল নেত্রী। তাই সবার কাছে পৌঁছে যাওয়ার নির্দেশ দিয়েছেন তাঁর দলের অনুগামী নেতা-কর্মীদের। তাই সকলেই তাঁদের প্রিয় ‘দিদি’-র কথামতো কাজ করতে ব্যস্ত। যে যাঁর নিজের মতো করে জন সংযোগের উপায় বার করছেন। লক্ষ্য একটাই। আর তা করতে গিয়েই অন্য মেজাজে ধরা দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। শুধু গ্রামে গিয়ে থাকা-খাওয়া নয়, মাইক হাতে গান গেয়ে মাত করে দিলেন গ্রামবাসীদের।
রবিবাবু কোচবিহারের নাটাবাড়ির বিধায়ক। শনিবার নাটাবাড়ির দেউচড়াই পঞ্চায়েতে ‘দিদিকে বলো’ কর্মসূচিতে গিয়েছিলেন তিনি। মানুষের সঙ্গে কথা বলার পর রাতে খাওয়া-দাওয়া করেন তৃণমূল অঞ্চল সভাপতি ফারুক মণ্ডলের বাড়িতে। কিন্তু সে সবের আগে মঞ্চে উঠে গান গেয়ে মাতিয়ে দিলেন তিনি। মন্ত্রীর এমন খোশ মেজাজ দেখে গ্রামবাসীরাও আপ্লুত।
যে তৃণমূলকর্মীর নেতার বাড়িতে ছিলেন মন্ত্রী, সেই ফারুক মণ্ডল বলেন, “মন্ত্রী এসে আমার মতো একজন সাধারণ কর্মীর বাড়িতে থাকা-খাওয়া করছেন এটা ভাবলেই আনন্দ হচ্ছে। সব কিছুর জন্য দিদিকে ধন্যবাদ।”
যদিও কর্মসূচি ঘোষণার সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, গ্রামের সাধারণ মানুষের বাড়িতে গিয়ে রাত কাটাতে হবে জনপ্রতিনিধিদের। যেমন শনিবার দেখা গিয়েছে মথুরাপুরের তৃণমূল সাংসদ চৌধুরীমোহন জাটুয়া গিয়ে উঠেছেন এক বিজেপি কর্মীর বাড়িতে। সেইরকমই রবিবাবুর এহেন জনসংযোগ নজর করেছে সকলের। রবিবাবুকে গান গাইতে দেখে অনেকেই বিস্মিত।