ডেঙ্গুতে ভোগান্তি বেড়েছে রাজ্যের কিছু জেলার মানুষের। বিশেষ করে উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চল। তা নিয়ে উদ্বিগ্ন রাজ্য প্রশাসন। বারবার এমন পরিস্থিতি সামাল দিতে তৈরি থাকেন মমতার সরকার। এবারও তার ব্যাতিক্রম নয়। এবার যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি মোকাবিলায় নামল স্বাস্থ্য দফতর। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ডেঙ্গু রুখতে ৩ মাসের অভিযানের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ৭৫ লক্ষ টাকা। এই কর্মসূচির জন্য নিয়োগ করা হবে ৪৫০ জন অস্থায়ী কর্মীকে। পরিস্থিতির উন্নতির জন্য এই পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।
ডেঙ্গুর ভয়াবহতায় শেষ কয়েকদিন ধরে বারবার শিরোনামে উঠে এসেছে উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকাগুলি। বনগাঁ, হাবড়া হাসপাতাল-সহ জেলার একাধিক হাসপাতালে রোগীর সংখ্যা ছুঁয়েছে একশো ছাড়িয়েছে।হাসপাতালগুলিতে বেডের সংখ্যা বাড়ানো হয়েছে। ফাঁকা নেই জায়গা। গ্রামীণ এলাকাগুলোয় ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গু। প্রশাসনের তরফে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। সমগ্র এলাকায় নিয়মিত সাফাইয়ের পাশাপাশি ব্লিচিং ছড়ানো হচ্ছে। কিন্তু তাতে কার্যত কোনও কাজই হচ্ছে না।
পরিস্থিত ক্রমশ এতটাই জটিল হয়ে দাঁড়িয়েছে যে বিষয়টি পর্যবেক্ষণ করেন খোদ জেলাশাসক। এরপর তিনিই উত্তর ২৪ পরগনার ভয়াবহ পরিস্থিতির কথা জানান স্বাস্থ্যভবনে। হাবড়া, অশোকনগর, গাইঘাটা, বারাকপুরের পরিস্থিতি খতিয়ে দেখে নড়েচড়ে বসে স্বাস্থ্য ভবন। এরপরই এবিষয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়। সেখানেই অর্থ বরাদ্দের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাস্থ্য দফতরের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন সাধারণ মানুষ।