রাখিম কর্নওয়াল- ক্যারিবিয়ান দলে এক নবাগত। ২৬ বছরের এই অলরাউন্ডার বল হাতে বেশ কার্যকরী। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৫টি ম্যাচে নিয়েছেন ২৬০টি উইকেট। আজ সদ্য ঘোষিত ওয়েস্ট ইন্ডিজ টেস্ট শিবিরে আছেন তিনি। ভারী শরীর যে কখনও কোনও কিছুতে বাধা হতে পারে না তা প্রমাণ করলেন তিনি। তাই ১৪০ কেজি ওজন নিয়ে দলে জায়গা পেলেন তিনি।
ওজন ১৪০ কেজি হলেও তিনি ক্রিকেট খেলেন। চুটিয়ে বোলিং করেন। ব্যাটিংটাও খারাপ করেন না। তিনি মনে করেন, শারীরিক গঠন কখনও সাফল্যের ক্ষেত্রে বাধা হতে পারে না। প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকে তিনি এই সারসত্যের প্রমাণ দিয়ে চলেছেন।
২৬ বছর বয়স কর্নওয়ালের। অ্যান্টিগায় জন্ম। ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতা তাঁর। ওজন ১৪০ কেজি। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে এই প্রথমবার ডাক পেলেন তিনি। ২০১৪ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। লিওয়ার্ডস আইল্যান্ডস দলের হয়ে খেলেন তিনি। চলতি মরশুমে তিনিই ছিলেন এই দলের অধিনায়ক। প্রথম শ্রেণীর ৫৫টি ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ২৬০। লোয়ার অর্ডারে ভাল ব্যাটিংও করেন। গত মাসে ভারতীয় এ দলের বিরুদ্ধে ভাল পারফর্ম করেছিলেন কর্নওয়াল। দুটি হাফ সেঞ্চুরি করেছিলেন। সঙ্গে চার উইকেট পেয়েছিলেন।