তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপা ‘দিদিকে বলো’র প্রচারে নামলেন। সংগঠনের সভানেত্রী কৃষ্ণকলি বসু সাংবাদিক বৈঠক করে তাদের কর্মসূচী জানান। এদিন সংগঠনের সদস্যরা শিয়ালদায় ‘দিদিকে বলো’র কার্ড বিলি করেন। ধর্মতলা চত্বরে ‘দিদিকে বলো’ লেখা কার্ড ও ফোন নাম্বার বিলি করেন।
কৃষ্ণকলি বসু বলেন, “ধর্মীয় কারণে মানুষ মার খাচ্ছেন। নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেখানে সরাসরি মুখ্যমন্ত্রীকে সমস্যার কথা জানাতে পারা একটা ভালো উদ্যোগ। ‘মন কি বাত’ একতরফা আলোচনা৷ সেখানে ‘দিদিকে বলো’ স্বতন্ত্র উদ্যোগ”