বাংলার মানুষের সঙ্গে সংযোগকে নিবিড় করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক অভিনব কৌশল নিয়েছেন। যার মাধ্যমে সহজেই মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন তিনি। ‘দিদিকে বলো’-র মাধ্যমে সাধারণ মানুষের অভাব-অভিযোগ শুনে তা সমাধান করছেন নিমিষেই। শুধু তিনি নন। তাঁর দলের নেতা-কর্মীরাও সেই একই উদ্যোগ নিচ্ছেন। সাধারণ মানুষের অভাবে পাশে দাঁড়াচ্ছেন তাঁরাই। এইবার মদন ঘোষ নামে এক বৃদ্ধের সমস্যার সমাধান হয়ে গেল ‘দিদিকে বলো’র আগেই। বহু বছর পর আজ সকালে ভাঙা চালের ফাঁক দিয়ে আলো এসে পড়েনি মুখে। ‘দিদিকে বলো’র ঠ্যালায় মাথার উপর ছাদ জুটল অসহায় বৃদ্ধ মদন ঘোষের।
ভাতারের কুলনগর বাসস্ট্যান্ডের কাছে মেয়ে ও ছোট্ট নাতনিকে নিয়ে থাকেন মদনবাবু। যেখানে থাকেন সেটাকে ঘর বলা যেত বেশ কয়েক বছর আগে। এখন ভেঙে পড়েছে মাটির দেওয়াল। মাথার উপর খড়ের চাল খইতে খইতে প্রায় শেষপর্যায়ে। এই বর্ষায় এখনও ভাল মতো বৃষ্টি হয়নি তাই, না হলে এটুকুও হয়তো থাকতো না। কিন্তু ঘর যে সারাবেন সে সাধ্য কই? ছোট্ট একফালি জমির ফসলে তিন তিনটি পেট চলে কোনওমতে। বয়স ৬৫ ছাড়িয়েছে তাঁর। স্ত্রী মারা গিয়েছেন। কিন্তু নাতনিকে নিয়ে তাঁর কাছেই ফিরে এসেছেন বিধবা মেয়ে। তাঁদের দায়িত্বও মদনবাবুরই কাঁধে।
কয়েক দিন ধরেই কানে আসছিল দিদিকে বলার কথা। দিদি জানতে পারলেই কি সমাধান করে দেবেন তাঁর সমস্যার? মাথার উপর মিলবে একটা রোদ বৃষ্টি না ঢোকা ছাদ? এ সব সাতপাঁচ ভাবতে ভাবতেই ভাতার গ্রামপঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য পার্থসারথি মণ্ডলের কাছে গিয়েছিলেন। একবার দিদির নম্বরটা ধরিয়ে দেওয়ার আর্জি নিয়ে। গোটা বিষয়টি শুনে তড়িঘড়ি দলের কার্যালয়েই ওই বৃদ্ধ এবং তার মেয়ে ও নাতনিকে থাকার ব্যবস্থা করে দেন তিনি। জানিয়ে দেন, যতদিন না মদনবাবুর পরিবারের কোনও বাসস্থানের ব্যবস্থা হচ্ছে, ততদিন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়েই থাকবেন তাঁরা। বাসস্থান পেয়ে খুশি অসহায় ওই পরিবার। মদনবাবু বললেন, “দিদিকে ফোন করতে হয়নি আর। এমনিই ওরা থাকার ব্যবস্থা করে দিয়েছে। ঘরও করে দেবে বলেছে।”
পঞ্চায়েত সদস্য পার্থসারথি মণ্ডল বলেন, “দিদি দলের নেতা কর্মী সমর্থকদের নির্দেশ দিয়েছেন সাধারণ মানুষের কোনও অসুবিধা হলে তাঁর পাশে দাঁড়াতে। এই মুহূর্তে কোনও ঘরের ব্যবস্থা করে দেওয়া সম্ভব নয়। তাই দলের কার্যালয়েই আপাতত থাকুন ওঁরা। তাছাড়া বিপিএলে ওই পরিবারের নামও নেই। তবে গীতাঞ্জলি প্রকল্পে বাড়ি দেওয়ার জন্য পঞ্চায়েত উদ্যোগ নেবে।”