কাশ্মীরের পর কি এবার বাংলার ঘাড়ে পড়বে কেন্দ্রের কোপ? চলছিল জল্পনা। এইবার সেটার আভাস পাওয়া গেল স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়। কাশ্মীরে পরে দার্জিলিং-কে কেন্দ্রশাসিত রাজ্য করার আওয়াজ তুলল দার্জিলিঙের সাংসদ রাজু সিং বিস্তা। এইবার সেই নিয়ে তিনি চিঠি লিখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে৷ তাঁর উত্তরে অমিত শাহ জানিয়েছেন, কেন্দ্র বিবেচনা করছে৷
চিঠিতে রাজু বিস্তা দার্জিলিঙকে ‘গোর্খাল্যান্ড’ উল্লেখ করেছেন লিখেছেন, দার্জিলিঙে দীর্ঘ দিন ধরে পুলিশি অত্যাচার চলছে৷ অত্যাচার করছে রাজ্য পুলিশ৷ দার্জিলিঙের দায়িত্ব দিল্লি পুলিশকে দেওয়া হোক৷ তাঁর আরও দাবি, দার্জিলিং কেন্দ্রশাসিত অঞ্চল করে ৩৭০ ধারা প্রয়োগ করা হোক৷ চিঠির উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্র এ বিষয়টি বিবেচনা করছে৷ আর তাতেই সন্দেহ দানা বাঁধছে।