লোকসভা নির্বাচনে বুথের দায়িত্বে থাকা এক তৃণমূল কর্মীর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার টিটাগড় থানা এলাকার অন্তর্গত শিউলি গ্রাম পঞ্চায়েতের নভারন্ড গ্রামে তৃণমূল কর্মীর বাড়িতে দুষ্কৃতী হামলাতে সরাসরি তোপ দাগা হয় বিজেপির বিরুদ্ধে৷ অভিযোগ, ওই গ্রাম পঞ্চায়েতের সক্রিয় তৃণমূল কর্মী কিশোর সমন্তের বাড়িতে দুষ্কৃতীরা আগ্নেয়স্ত্র নিয়ে চড়াও হয়ে হামলা করে৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে শিউলি গ্রাম পঞ্চায়েত এলাকা৷
সূত্রের খবর, বুধবার রাত ১১টা নাগাদ টিটাগড় থানার শিউলি পঞ্চয়েতের নবারুণ এলাকার তৃণমূল কর্মী কিশোর সামন্তর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় বিজেপি কর্মীরা। তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূল কর্মী কিশোর সামন্তের অভিযোগ, বুধবার গভীর রাতে তিনি ও তার পরিবারের সদস্যরা যখন ঘুমোচ্ছিলেন, সেই সময় তার বাড়ির সামনে বাইকে করে আসে ১৫-১৬ জনের দুষ্কৃতীর দল৷ তারা এসেই হাঁকডাক শুরু করে দেয়৷ কিশোরবাবু জানিয়ে দেন, তিনি অসুস্থ বাইরে বের হবে না৷ তাঁর হার্টের রোগ আছে৷ এই কথাতে বাইরে থাকা ওই ১৫-১৬ জন ক্ষিপ্ত হয়ে ওঠে৷ তাদের নেতৃত্বে ছিল শিউলি গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপির বুথ সভাপতি বৈদ্যনাথ কর্মকার৷
কিশোর সামন্ত আরও জানান, তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল৷ তারা সকলে কিশোরবাবুকে মারতে এসেছিল৷
কিশোর সামন্তের মতে, ‘বিজেপি নেতা বাদ্যনাথ কর্মকার এলাকায় তোলাবাজি ও সিন্ডিকেট রাজ চালাচ্ছে । বিভিন্ন কারখানার গাড়ি থেকে টাকা তুলছে । আমি এর প্রতিবাদ করছি দীর্ঘদিন ধরে । সেই জন্য ওর আমার উপর রাগ । বৈদ্যনাথের দলবল আমাকে মারতে চাইছে৷ ওই দুষ্কৃতীরা এই অঞ্চলকে ভাটপাড়া করতে চাইছে। পুলিশ ওদের গ্রেফতার করুক।’
ব্যারাকপুর ২-এর কর্মাধ্যক্ষ সুজাতা মন্ডল জানান, “ কিশোর ওই এলাকায় একনিষ্ঠ তৃণমূল কর্মী। ও বেশ কিছুদিন ধরে এলাকার বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করছিল। তাই ওরা এই হামলা চালিয়েছে”। বৃহস্পতিবার এই ঘটনার প্রেক্ষিতে তৃণমূলের তরফ থেকে টিটাগড় থানায় একটি লিখিত অভিযোগ জানিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।