গিয়েছিলেন বন্যা পরিস্থিতি পরিদর্শনে। কিন্তু বোটে চড়ে যাওয়ার সময় দেখা গেল হাসিমুখে সেলফি তুলছেন মহারাষ্ট্রের বিজেপি মন্ত্রী গিরিশ মহাজন। গেরুয়া শিবিরের এই মন্ত্রীর এমন কাজে রেগে আগুন আমজনতা। তীব্র আপত্তি জানিয়েছে বিরোধীরাও।
বন্যা বিধ্বস্ত মহারাষ্ট্র। কোলাপুর, সাংলি-সহ একাধিক জেলা জলমগ্ন। এর মধ্যেই বোটে চড়ে কোলাপুরের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হাসিমুখে দুটি ভিডিও শুট করেছেন মহারাষ্ট্রের বিজেপি মন্ত্রী গিরিশ মহাজন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন তিনি। তারপর থেকেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। প্রশ্ন উঠেছে, মহারাষ্ট্রে যখন কয়েক লক্ষ মানুষ ঘরছাড়া, তখন মন্ত্রী কিভাবে হাসিমুখে সেলফি তুললেন?
তবে এবারেই প্রথম নয়। এর আগে নাসিকে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের স্ত্রীর ভাইঝির বিয়েতে উপস্থিত হয়ে বিতর্কে জড়িয়েছিলেন গিরিশ। এবার বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সেলফি তুলে ফের নয়া বিতর্কে জড়ালেন তিনি।