বিরাটের ব্যাটে বিশ্বচ্যাম্পিয়নদের স্বপ্নভঙ! টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩-০ সিরিজ জিতে নিল ভারত৷ ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে ২০২০ টি-২০ বিশ্বকাপের মহড়া শুরু করল টিম ইন্ডিয়া৷ মঙ্গলবার গায়ানায় সিরিজের শেষ টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারাল ভারত৷ ১৪৭ রান তাড়া করে বিরাট কোহলি ও ঋষভ পন্থের হাফ-সেঞ্চুরিতে হাসতে হাসতে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া৷
তারুণ্যে ভর দিয়েই ৩-০ ফলে সিরিজ জিতে নিল কোহলির ভারত। প্রথম দুটো ম্যাচে যদি অধিনায়কের ডাকে সাড়া দিয়ে এগিয়ে আসেন নবদীপ সাইনি, ওয়াশিংটন সুন্দরের মতো তরুণরা, তবে মঙ্গলবারের নায়ক দীপক চহার। রাজস্থানের এই তরুণ পেসার সুযোগ পেয়ে অবিশ্বাস্য একটা স্পেলে শুরুতে ক্যারিবিয়ান ব্যাটিংকে ধাক্কা দিয়ে যান। তিন ওভার বল করে চার রান দিয়ে তিন উইকেট তুলে নেন দীপক। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই যে কোনও ভারতীয় বোলারের সেরা পরিসংখ্যান।
দীপকের পাশাপাশি আরও এক তরুণ ছাপ রেখে গেলেন এই ম্যাচে। তিনি ঋষভ পন্থ। প্রথম দু’টি টি-টোয়েন্টি ম্যাচে চার নম্বরে নেমে ব্যর্থ হয়েছিলেন ঋষভ। এই ম্যাচেও তাঁকে চার নম্বরে নামানো হয়। অধিনায়কের আস্থার মর্যাদা দিয়ে গেলেন ঋষভ। ৪২ বলে অপরাজিত ৬৫ করে। অধিনায়ক কোহলির সংগ্রহ ৪৫ বলে ৫৯। ওয়েস্ট ইন্ডিজের ছয় উইকেটে ১৪৬ রান মাত্র তিন উইকেট হারিয়ে, পাঁচ বল বাকি থাকতে তুলে নেয় ভারত।
রোহিত শর্মার অনুপস্থিতিতে এদিন শিখর ধওয়ানের সঙ্গে ভারতীয় ইনিংসের শুরু করেন লোকেশ রাহুল৷ যদিও শুরুটা ভালো হয়নি ভারতের৷ ব্যক্তিগত ৩ রানে ডাগ-আউটে ফেরেন ধাওয়ান৷ কিন্তু তিন নম্বরে ব্যাটিং করতে নেমে শক্ত হাতে ইনিংসের হাল ধরেন ক্যাপ্টেন কোহলি৷ রাহল ব্যক্তিগত ২০ রান করে ডাগ-আউটে ফিরলেও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২১তম হাফ-সেঞ্চুরিটি করেন কোহলি৷ শুধু তাই নয়, তৃতীয় উইকেটে পন্তকে নিয়ে ১০৬ রান যোগ করে ভারতকে নিশ্চিত জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন কোহলি৷ ৪৫ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৫৯ রান করেন আউট হন বিরাট৷
ক্যাপ্টেন ডাগ-আউটে ফিরলেও দলকে জিতিয়ে মাঠ ছাড়েন পন্থ৷ ৪২ বলে চার ছক্কা ও চারটি বাউন্ডারি-সহ ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলেন টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটসম্যান৷ মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে এই সিরিজে প্রথম উইকেটকিপারের ভূমিকা পালন করা পন্থ এদিন ব্যাট হাতে দলকে জেতাতে বড় ভূমিকা নেন৷ তাঁর ও বিরাটের হাফ-সেঞ্চুরিতে ৫ বল বাকি থাকতেই তিন উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় ভারত৷