ইংল্যান্ডের ফুটবলে নতুন ভূমিকায় ফিরতে চলেছেন দেশের প্রাক্তন জাতীয় অধিনায়ক ওয়েন রুনি। ৩৩ বছরের তারকা ফরোয়ার্ড রুনি বর্তমানে আমেরিকার ডিসি ইউনাইটেডে খেলেন। আরও দু’বছর তাঁর সঙ্গে মেজর লিগের ক্লাবের চুক্তি রয়েছে। তারই মধ্যে তিনি লোনে ফিরতে চাইছেন ইংল্যান্ডের ক্লাবে। এ জন্য ইপিএলের কোনও টিম নয়, তাঁর লক্ষ্য দ্বিতীয় ডিভিশনের ক্লাব। সেই লক্ষ্যপূরণেই তিনি মঙ্গলবার হাজির হন ডার্বি কাউন্টির প্র্যাক্টিসে। আগামী জানুয়ারিতেই তিনি এই ক্লাবের জার্সি গায়ে নামতে চান। তবে এই ক্লাব চাইছে রুনিকে এক নতুন ভূমিকায়। ফুটবলার কাম কোচ হিসেবে। ক্লাবের মালিক মেল মরিস বলেছেন, ‘আমরা রুনিকে কোচ কাম ফুটবলার হওয়ার প্রস্তাব দিয়েছি। ও তাতে অরাজি হয়নি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে লুই ফান হালের কোচিংয়ে ও উদ্বুদ্ধ ছিল। সেই আদর্শকে সামনে রেখেই কোচিংয়ে আসতে চায়।’
মঙ্গলবার মরিস বলেছেন, ‘‘যতক্ষণ না সব কিছু চূড়ান্ত হচ্ছে ততক্ষণ বলা যাবে না যে, রুনি আমাদের ক্লাবে আসছে। কয়েক দিনের মধ্যে সব কিছু চূড়ান্ত হয়ে যেতেও পারে।’’ ডার্বি প্রেসিডেন্ট আরও বলেছেন, ‘‘আশা করছি বিষয়টি আমরা দ্রুত নিষ্পত্তি করে ফেলতে পারব। ওর সঙ্গে কথা বলে শুরুতেই বুঝে যাই যে, রুনি ইংল্যান্ডে ফিরতে চায়। এখন দেখার এই ব্যাপারে আমরা ওকে কোনও সাহায্য করতে পারি কি না। ওর সঙ্গে বিস্তারিত ভাবে কথা বলেছেন আমাদের ম্যানেজার ফিলিপ কোকু।’’
গত মরসুমে ডার্বি কাউন্টি ক্লাব ইংল্যান্ডের জাতীয় দলে রুনির প্রাক্তন সতীর্থ ফ্রাঙ্ক ল্যাম্পার্ডকে ম্যানেজার করে এনেছিল। কিন্তু এ বার তিনি চেলসি ম্যানেজার। গত সপ্তাহেই রুনি ভবিষ্যতে কোচিং করানো নিয়ে নিজেই বলেন, ‘‘অবশ্যই ভবিষ্যতে কোচ হওয়ার ভাবনাটা আমার মাথায় রয়েছে। তবে এখনও আমি খেলছি। উপযুক্ত সময় এলে আমি কোচিংয়ের পেশায় জড়িয়ে যেতে পারি।’’