এই বছরে আরও একবার রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। চলতি বছরে এই নিয়ে চতুর্থ বার রেপো রেট কমল। আশা করা হচ্ছে এর ফলে গৃহঋণ আরও সস্তা হবে বলে। বুধবার আরবিআই রেপো রেট ৫.৭৫% থেকে ৩৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৫.৪০% করার কথা ঘোষণা করে। রিভার্স রেপো রেটও কমিয়ে ৫.১৫% করা হয়েছে। এই হার গত ৯ বছরে সর্বনিম্ন।
বছরের শুরু থেকে মন্দায় চলা অর্থনীতিকে চাঙ্গা করতে ২০১৯ সালে এই নিয়ে টানা চার বার রেপো রেট কমানোর পথে হাঁটল গভর্নর শক্তিকান্ত দাসের নেতৃত্বাধীন রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটি। রেপো রেট কমায় গৃহঋণের ইএমআই আরও সস্তা হবে বলেই মনে করা হচ্ছে।