ভারতীয় ক্রিকেটে রবি শাস্ত্রী অধ্যায় হয়তো এখনই শেষ হয়ে যাচ্ছে না। আসন্ন কোচ নির্বাচনে কার্যত ফাঁকা মাঠেই গোল দিতে চলেছেন শাস্ত্রী। কোচের দৌড়ে সে ভাবে কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় কপিল দেবের নেতৃত্বে ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি বা সিএসি আবার শাস্ত্রীকেই হয়তো বেছে নেবেন বিরাট কোহলিদের হেডস্যার হিসেবে।
যদিও সব কিছু অবশ্য সম্ভাবনার পর্যায়ে। কারণ, কবে নতুন কোচেদের সাক্ষাৎকার নিতে বসবে সিএসি, তা এখনও চূড়ান্ত জানানো হয়নি। শুধু জানা গিয়েছে, আগস্টের মাঝামাঝি হতে পারে সিএসির সভা। তবে এখনও পর্যন্ত কোচ হওয়ার দৌড়ে শাস্ত্রীই যে এগিয়ে, সে ইঙ্গিত পাওয়া গিয়েছে খোদ সিএসির এক সদস্যের থেকে। তিনি বলেছেন, ‘আমরা বিদেশি কোচ নেওয়ার কথা খুব একটা ভাবছি না। তবে গ্যারি কার্স্টন আবেদন করেছে। সেই ব্যাপারটা আমাদের মাথায় আছে।’
শাস্ত্রী আর বিরাট কোহলির মধ্যে রসায়নটাও যে ভাল, সেটাও বলেছেন ওই সদস্য। তাঁর কথায়, ‘‘শাস্ত্রী আর কোহলির মধ্যে বোঝাপড়াটা খুব ভাল। এই অবস্থায় কোচ বদল করা হলে দলের মধ্যে যে একটা ভারসাম্য তৈরি হয়েছে, তাতে সমস্যা হতে পারে।’’ এর আগে গায়কোয়াড় তো প্রকাশ্যেই বলেছিলেন, শাস্ত্রী যেখানে এত ভাল কাজ করেছেন, তখন তাঁকে বদলানোর প্রশ্ন কেন উঠবে।
বিদেশি কোচ না নেওয়ার অঙ্কেই শুধু শাস্ত্রীর পাল্লা ভারী, এমন নয়। শাস্ত্রীকে পছন্দের কথা সরাসরি জানিয়েছিলেন ক্যাপ্টেন বিরাট কোহলি স্বয়ং। এবং বোর্ড মহলের ধারণা, সেটাই শাস্ত্রীর সবচেয়ে বড় অস্ত্র। কলকাতায় এসে সিএসির চেয়ারম্যান কপিল দেব পর্যন্ত বিরাটের বক্তব্যকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে গিয়েছিলেন। বোর্ড কর্তারাও মনে করছেন, বিরাট চান বলেই শাস্ত্রীকে পছন্দের তালিকার উপর দিকে রাখা হয়েছে। এক বোর্ড কর্তা এই প্রসঙ্গ টেনেই বলেছেন, ‘কোচ বদল করলে টিমের মধ্যে যে অঙ্ক থাকে, সেটায় ধাক্কা লাগতে পারে। তা ছাড়া শাস্ত্রী আর কোহলি পরস্পরের সঙ্গে কাজ করতে বেশ স্বচ্ছন্দ। সেটা বারবার প্রকাশ্যে বলেওছে। এই অবস্থায় কোচ বদলটা হয়তো ঠিক হবে না। তা ছাড়া টিমের বেশির ভাগই যখন ভালো খেলছে।’
তবে হেড কোচ না বদলালেও বাকি সাপোর্ট স্টাফে রদবদল হতেই পারে। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং কোচের পদে ইতিমধ্যেই অনেক আবেদন জমা পড়েছে। বোলিং কোচের পদের জন্য আবেদন করেছেন ভারতের প্রাক্তন স্পিনার সুনীল জোশী। যিনি এত দিন বাংলাদেশের স্পিন বোলিং কোচ ছিলেন। জোশী বলেছেন, ‘‘বাংলাদেশের হয়ে সফল ভাবে কাজ করেছি আমি। বেশ কিছু দিন হয়ে গেল ভারতীয় দলে কোনও স্পিন বোলিং কোচ নেই। আশা করব, আমার অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হবে।’’