তরুণ তুর্কীদের শক্তিতে ভর করে ইতিমধ্যেই ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছে ভারত। আগামীকাল থেকে শুরু হবে তিন ম্যাচের একদিনের সিরিজ। এই সিরিজেই বিরাট কোহলির জন্যে অপেক্ষা করছে ডেসমন্ড হেনেসকে টপকে যাওয়ার সুযোগ।
ইতিমধ্যেই ভারত–ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজে সর্বাধিক রানের মালিক বিরাট। ৩৩ ম্যাচে বিরাটের সংগ্রহ ১৯১২ রান। গড় ৭০.৮১। ভারত–ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজে সর্বাধিক সাতটি শতরানের রেকর্ডও রয়েছে বিরাটের দখলে। শচীন তেন্ডুলকার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৩৯ ম্যাচে করেছিলেন ১৫৭৩ রান। আর ক্যারিবিয়ান কিংবদন্তি ডেসমন্ড হেনেসের ভারতের বিরুদ্ধে ৩৬ ম্যাচে রয়েছে ১৩৫৭ রান। অর্থাৎ শীর্ষে বিরাট।
ডেসমন্ড হেনেসকে টপকে যাওয়ার সুযোগও রয়েছে বিরাটের সামনে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে দু’দেশের একদিনের সিরিজে সর্বাধিক শতরান রয়েছে যুগ্মভাবে হেনেস ও কোহলির দখলে। দু’জনেই করেছেন দুটি করে শতরান। তাই আর একটি শতরান করলেই কিংবদন্তি হেনেসকে টপকে যাবেন বিরাট।
আসন্ন একদিনের সিরিজে রামনরেশ সারওয়ানের রেকর্ড ভাঙার মুখেও দাঁড়িয়ে রয়েছেন ভারত অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে দু’দেশের একদিনের সিরিজে সর্বাধিক রান করেছেন সারওয়ান। ১৭ ম্যাচে তাঁর সংগ্রহ ৭০০ রান। কোহলি ১২ ম্যাচে ইতিমধ্যেই করে ফেলেছেন ৫৫৬ রান। সারওয়ানের চেয়ে ১৪৪ রান পিছিয়ে কোহলি। তিনি পাবেন তিনটি ম্যাচ। টপকে যেতেই পারেন সারওয়ানকে। তবে গেলের রয়েছে ৫১২ রান। তিনি যদি ব্যাট হাতে বিস্ফোরক হয়ে উঠতে পারেন। তাহলে টপকে যেতে পারেন বিরাট ও সারওয়ানকে।