গতকাল থেকেই কাশ্মীর কান্ড নিয়ে উত্তপ্ত হয়েছে গোটা দেশ। কেউ কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রশংসা করেছেন, আবার কেউ এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সরব হয়েছেন। আর এবার জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল নিয়ে আজ সরগরম হয়েছে লোকসভা। গতকাল রাজ্যসভা বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাশ হয় কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত বিল। কিন্তু আজ লোকসভায় এই বিষয় আলোচনা শুরু হতেই সরাসরি সংঘাত বাঁধে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মধ্যে। অমিত শাহকে সরাসরি প্রশ্ন করে অধীর বলেন, “আপনারা নিয়ম ভাঙছেন, কী হচ্ছে কাশ্মীরে সেটা সাধারণ জনগণের কাছে স্পষ্ট করে ব্যক্ত করুন।”
কাশ্মীরের সিদ্ধান্ত নিয়ে আলোচনা শুরুর মুখেই মৌখিক সংঘাতে জড়ান অধীর এবং অমিত। কাশ্মীরের ৩৭০ ধারা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ব্যাখ্যা চাইলেন অধীর রঞ্জন চৌধুরী। এদিন তিনি মন্তব্য করেন, “রাতারাতি সব আইন লঙ্ঘন করে রাজ্যভাগ করা হচ্ছে। কোনও নিয়ম না মেনেই জম্মু-কাশ্মীরকে ভাগ করা হয়েছে।” এরপর অধীর স্বরাষ্ট্রমন্ত্রীকে বেশ চাপে ফেলে দাবি করেন, “সিমলা চুক্তি, লাহৌর চুক্তি দ্বিপাক্ষিক বিষয় ছিল। তাহলে কাশ্মীর ইস্যু কীভাবে আভ্যন্তরীণ। রাষ্ট্রপুঞ্জ এই বিষয় তদারকি করে, তবে এইভাবে কি করে ভাগ করা হল।”
পাশাপাশি অধীর উল্লেখ করেন, কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরকে একেবারে কয়েদিখানা বানিয়ে দিয়েছে। যার ফলে কেউ কিছু জানতে পারছে না কি হচ্ছে। এমনকি কোনও সাংসদও এ ব্যাপারে স্পষ্টত কিছু জানে না। সকলকে পরিস্কার করে সবটা জানানো হোক। কেন এই পরিস্থিতি তৈরি হল এর ব্যাখ্যা আপাতভাবে না দিলেও অধীরের মুখে রাষ্ট্রপুঞ্জের কথা শুনে বেশ গর্জে ওঠেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।