‘দিদিকে বলো’র প্রচারে ইতিমধ্যেই বাংলার নানা প্রান্তে পৌঁছে গেছেন নেতা মন্ত্রীরা। এবার মাঠে নামলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের রাষ্ট্রমন্ত্রী ইন্দ্রনীল সেন। সোমবার বিকেলে চন্দননগরে একটি সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচীর সূচনা করেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব, জেলা যুব সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মেয়র রাম চক্রবর্তী।
সাংবাদিক সম্মেলন সেরে তিনি চন্দননগর ফেরিঘাটে যান। সেখানে তৃণমূল কর্মীদের সঙ্গে কথা বলেন, এবং জানান, এবার থেকে চন্দননগর ঘাট পরিচালনা করবে পুরনিগম। আগে ঘাট লিজে দেওয়া হত, এবার থেকে সেটা হবে না। এরপর তিনি স্ট্যান্ড রোডে প্রচারে সামিল হন। ওখানে নিজের হাতে রিকশাচালকদের ‘দিদিকে বলো’ লোগোর টিশার্ট পরিয়ে দেন। ‘দিদিকে বলো’ কার্ড বিলি করেন।
এদিন মন্ত্রী ইন্দ্রনীল বলেন, “রাজ্য জুড়ে প্রচার শুরু হয়েছে ‘দিদিকে বলো’র। এখানে সাধারণ মানুষ তাঁর সমস্ত সমস্যার কথা জানাতে পারবেন। আগামী একমাসের মধ্যে চন্দননগরের প্রতিটি বাড়িতে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে এই প্ল্যাটফর্মকে। ‘দিদিকে বলো’ কর্মসূচীতে শুরুতে যা ভাবা হয়েছিল, সেই প্রত্যাশার ১০০ গুন সাড়া মিলেছে। চন্দননগরের মানুষ যেন এর সুবিধা পান তা দেখতে হবে”।