সবসময়েই মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষ যাতে তাঁদের নিজেদের মনের কথা নির্দ্বিধায় বলতে পারেন মুখ্যমন্ত্রীকে তাই চালু হয়েছে নয়া কর্মসূচী ‘দিদিকে বলো’। শুরু দিন থেকেই গোটা বাংলায় ব্যাপক সাড়া ফেলেছে এই কর্মসূচী। প্রথম দিনেই বহু মানুষ ফোন করেছিলেন ওই প্রদত্ত ফোন নাম্বারে। এবারে দমদমের এক বয়স্ক ব্যক্তিও উপকৃত হলেন দিদিকে বলেই।
৭০ বছর বয়সী দমদমের বাসিন্দা সুনীলকুমার মজুমদার জানালেন, তাঁর পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে আসছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে সেটি নবীকরণ করতে না পারলে সমস্যায় পড়তে হত তাঁকে। পাসপোর্ট অফিসের কাজ শেষ হলেও পুলিশ ভেরিফিকেশনের জন্য ভোগান্তি হচ্ছিল তাঁর। তিনি বলেন, ‘‘পুলিশকে জানিয়েছিলাম, বারবার থানায় যেতে পারব না। তারা বাড়ি এসে যাচাই করলে ভাল হয়”। অবশেষে তাঁর সমস্যা মিটল দিদিকে বলে। অবশেষে পুলিশ তাঁর বাড়িতে গিয়ে সেই কাজ করে দিয়েছে।
দিন পাঁচেক আগে তিনি বিষয়টি ‘দিদিকে বলো’ বিজ্ঞাপনে দেওয়া নম্বরে জানান। ই-মেলও করেন। তিনি জানান, তার ২৪ ঘণ্টার মধ্যে দমদম থানার পুলিশ তাঁর বাড়ি গিয়ে ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ করেছে। রবিবার ‘দিদিকে বলো’ কর্মসূচীতে বেদিয়াপাড়ায় এসেছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী ব্রাত্য বসু। পাঁচ জন প্রবীণকে ডেকে তাঁদের সঙ্গে কথা বলেন। সেখানেই সুনীলবাবু বিষয়টি জানান। ব্রাত্য বলেন, ‘‘তেমন কোনও সমস্যা থাকলে তাঁকে যেন জানান নাগরিকেরা।’’ মমতা বন্দ্যোপাধ্যায়ের