কাশ্মীরে ৩৭০ ধারা রদের পর বাংলার ভবিষ্যৎ নিয়ে আশঙ্কিত প্রদেশ কংগ্রেস। তাঁদের অভিযোগ, কাশ্মীরের উদাহরণকে কাজে লাগিয়ে আগামী দিনে সংখ্যাগরিষ্ঠতার জোরে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার পশ্চিমবঙ্গের মতো রাজ্যের ক্ষেত্রেও একই ধরনের আক্রমণ নামিয়ে আনতে পারে।
সংবিধানের ৩৭০ ধারা বাতিল হওয়ার পর মোদী সরকারের তীব্র নিন্দা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করে মোদি সরকার নির্বাচিত রাজ্য সরকারগুলির ক্ষমতা দখল করতে চাইছে। আমাদের আশঙ্কা, সাংবিধানিক ক্ষমতার অপপ্রয়োগ করে আগামীদিনে বাংলার অখণ্ডতার উপর মোদী সরকার কি আঘাত হানতে চলেছে? দার্জিলিং ও কোচবিহার রাজ্যের অংশ থাকবে তো? অমিত শাহরা কি এই রাজ্য ও দেশকে টুকরো টুকরো করবেন?’
এই প্রসঙ্গে সোমেন মিত্র আরও বলেন, ‘জম্মু- কাশ্মীরে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের রাতের অন্ধকারে কোনো কারণ না দর্শিয়ে গৃহবন্দী করে রাখা হয়েছে।সারা দেশে আজ অঘোষিত জরুরি অবস্থা সৃষ্টি করা হয়েছে। দেশে বেকারত্বের সমস্যা, কৃষকদের সমস্যা, শ্রমিকদের দুর্দশা – এসব দিকে নজর না দিয়ে ভারতবর্ষকে টুকরো টুকরো ক’রে দেওয়ার খেলায় মেতে উঠেছে কেন্দ্রের বিজেপি সরকার’। একইসঙ্গে রাজ্যও যে টুকরো হতে পারে এবার সেই আশঙ্কাই প্রকাশ করলেন তিনি।