এবার আধুনিক মানের কার্পেট তৈরি হবে এই রাজ্যেই। আগে এ রাজ্যের মালগা গ্রামের কার্পেট শিল্পীদের যেতে হত বেনারস। এবারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আধুনিক মানের কার্পেট শিল্পের প্রসারে মেগা ক্লাস্টার গড়ার যে সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার, সেই পথে তারা একপা এগিয়ে গেল। হ্যান্ডলুম দফতরের অধীনে এই ক্লাস্টার গড়তে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের সাহাপুর গ্রামে জমি চিহ্নিত করল প্রতিনিধি দল।
প্রতিনিধি দলে ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার, বিডিও প্রসূন কুমার ধারা, উত্তর দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা শাসক মৃদুল কান্তি হালদার, জেলা পরিষদের সদস্য দধীমোহন দেবশর্মা প্রমুখ।
কার্পেট শিল্পের জন্য এই মেগা ক্লাস্টার গড়তে আপাতত ২ একর জমিতে ৫০ লক্ষ টাকা দিয়ে ক্লাস্টার তৈরী করা হবে। আগামীতে এই প্রকল্পের উন্নয়নের জন্য আরও অর্থ বরাদ্দ করবে রাজ্য সরকার। এই ক্লাস্টার প্রকল্পের কাজ শেষ হলে প্রায় ২০০ বেশি কার্পেট শিল্পীরা নিজেদের এলাকায় কার্পেট তৈরি করতে পারবে বলে জানান অতিরিক্ত জেলা শাসক মৃদুল কান্তি হালদার।
এই শিল্পের জন্য বিশেষ নজর দেওয়া হয়েছে যোগাযোগ ব্যবস্থা ভালো এমন এলাকায় এই ক্লাস্টার গড়া হচ্ছে। সেই মতো জমিই বাছা হয়েছে বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার। দীপা সরকার বলেন, “এই প্রকল্প হলে বদলে যাবে মালগা কার্পেট শিল্পীদের জীবন। মেগা ক্লাস্টার হলে আধুনিক ব্যবস্থাপনায় কার্পেট তথা গালিচা তৈরি ও সরকারি ব্যবস্থাপনায় তা বিক্রি করতে পারবেন এই এলাকার শিল্পীরা। কার্পেট শিল্প ঘিরে আর্থিক বিকাশ ঘটবে এলাকায়”।