বার্সেলোনার মহাতারকা মেসি জানিয়ে দিলেন, গত মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের হতাশা তাঁর মনে নেই। বরং জানালেন, এই মরশুমেও সমস্ত ট্রফি জয়ের লক্ষ্য নিয়েই তাঁরা খেলবেন। মরশুম শুরুর জোয়ান গাম্পার ট্রফি জিতল বার্সেলোনা। কাম্প নৌয়ে তারা ২-১ হারাল আর্সেনালকে। সোমবারই বার্সেলোনা রওনা হয়ে গেল আমেরিকার উদ্দেশ্যে। তবে চোট পাওয়ায় আমেরিকা সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ক্যাপ্টেন মেসি।
লা লিগায় বার্সেলোনার প্রথম ম্যাচ ১৭ অগস্ট অ্যাথলেটিক বিলবাও-এর বিরুদ্ধে। কিন্তু তার আগে সোমবার অনুশীলনে লিয়োনেল ডান পায়ের পেশিতে চোটে অস্বস্তি বেড়েছে শিবিরের। ক্লাবের দাবি, কমপক্ষে দুই সপ্তাহ খেলতে পারবেন না তিনি। কিন্তু চোট তেমন গুরুতর নয় বলেই জানানো হয়েছে। ফলে ফ্লরিডায় নাপোলির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মেসি খেলবেন না। তাঁকে দলে রাখা হয়নি। নাপোলি ছাড়াও আমেরিকাতে আরও দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে বার্সা। রবিবার খুয়ান গাম্পার ট্রফির পরে মেসি ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, “গত মরসুমে আমরা লক্ষ্যে পৌঁছতে পারিনি। বিশেষ করে, চ্যাম্পিয়ন্স লিগ আমরা জিততে পারিনি। এটা ভক্তদের কাছে অবশ্যই যন্ত্রণার। তবে আমি তা নিয়ে আফসোস করতে রাজি নই”।
রবিবার ক্যাম্প ন্যুতে খুয়াল গাম্পার ট্রফিতে বার্সেলোনা ২-১ গোলে হারিয়েছে আর্সেনালকে। যদিও ম্যাচের ৩৯ মিনিটে পিয়ের এমেরিক আবুমেয়ং-এর গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। পরে ৬৯ মিনিটে আইন্সলে নিলেসের আত্মঘাতী গোলে সমতায় ফেরে বার্সেলোনা। ম্যাচ শেষের আগের মুহূর্তে লুইস সুয়ারেসের গোলে জয় পায় বার্সা।