জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্তি নিয়ে কেন্দ্রীয় পদক্ষেপের সমালোচনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘গণতান্ত্রিক পদ্ধতিতে বিল পাশ করানো হয়নি। বিলের যোগ্যতা নিয়ে নয়, তবে পাশ করানোর পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠবেই।’ তৃণমূল সুপ্রিমোর মতে, ‘কাশ্মীরেই সর্বদল বৈঠক ডাকা উচিত ছিল।
৩৭০ ধারা অবলুপ্ত করে জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিলের বিরোধিতা করে মমতা বলেন, ‘কাশ্মীরে যা ঘটেছে, সব দেখেছি৷ কেন্দ্রের পদ্ধতি নিয়ে আপত্তি আছে। সিদ্ধান্ত নেওয়ার আগে কাশ্মীরবাসীর সঙ্গে কথা বলা যেত। ওমর আবদুল্লা, মেহবুবা মুফতিকে গ্রেপ্তার করা ঠিক হয়নি। অবিলম্বে ওদের ছেড়ে দেওয়া উচিত। আমরা এই বিল সমর্থন করি না। গণতান্ত্রিক পদ্ধতি মানেনি কেন্দ্র। বিজেপি ভোট রাজনীতি করছে’৷
এই প্রসঙ্গে মমতা আরও বলেন, ‘কাশ্মীরের পরিস্থিতি যা হয়েছে, তা দেখে ভয় হচ্ছে৷ কারফিউ জারি হয়েছে৷ মানুষ আতঙ্কে রয়েছেন৷ আমাদের অখণ্ডতা রক্ষা করতে হবে৷ সকলের শান্তিপূর্ণ সহাবস্থানই কাম্য’৷ মমতার কথায়, ‘আমরা এই বিলকে সমর্থন করতে পারি না। ভোট দিতেও পারি না। আলোচনার মাধ্যমে পদক্ষেপ করা উচিত ছিল কেন্দ্রের। কাশ্মীরের লোকেদেরও আলোচনায় অন্তর্ভুক্ত করানো উচিত ছিল। গণতান্ত্রিক পদ্ধতিতে বিল পাশ করানো হয়নি। পক্ষে বা বিপক্ষে ভোট দিয়ে আমরা এই বিলের শরিক হতে চাইনি’। একইসঙ্গে কাশ্মীর ‘দেশের অংশ’ জানিয়ে সেখানে শান্তি পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।