নাগরিকত্ব বিল নিয়ে নির্বাচনের আগে থেকেই টানাপোড়েন চলছে। মোদী সরকারের ‘চাপিয়ে দেওয়া’ নীতির ঠেলায় প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে আসামের বাসিন্দাদের। নাগরিকত্বের প্ৰমাণ দিতে গিয়ে বেশ হয়রানির স্বীকার হতে হয়েছে আসামের সাধারণ মানুষদের। এবার ফের একবার প্রশ্নের মুখে নাগরিকত্ব প্রমাণের প্রক্রিয়া। নাগরিকত্বের প্ৰমাণ দিতে গিয়ে প্রাণ হারালেন আসামের এক ব্যক্তি। জখম আরও ২৮ জন।
ফের ১০২ বছরের এক বৃদ্ধ সহ হাজার হাজার মানুষকে ফের তথ্য যাচাইয়ের জন্য ডেকে পাঠানো হয় এনআরসি কেন্দ্রে। অনেককে মাত্র ২৪ ঘন্টার নোটিশে ৫০০ কিমি দূরেও হাজিরা হচ্ছে। ফলে এনআরসি তালিকা প্রকাশের আগেই নতুন করে আতঙ্ক ছড়িয়েছে গোটা আসামের। সংখ্যালঘুদের নতুন করে হয়রানির অভিযোগ উঠেছে।
প্রসঙ্গত, আসামের কামরূপ জেলার বোকোর সানতালি এলাকার ২,৯০৪ জনকে প্রায় ৫০০ কিমি দূরে গোলাঘাটে ডেকে পাঠানো হয় এনআরসি কেন্দ্রে নাগরিকত্বের ফের প্ৰমাণ দিতে। মাত্র ২৪ ঘন্টার নোটিশে। অথচ এঁদের প্রত্যেকের নাম ছিল খসড়া তালিকায়। আর এই প্ৰমাণ দিতে যাওয়ায় দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। বোকোর মহম্মদ আনুয়ার আলিকে (১০২) ২৪ ঘন্টার নোটিশে ডাকা হয় গোলাঘাটে। আর এইরকম বহু মানুষকে নিজের খরচায় বারবার হাজিরা দিতে যাওয়ায় বিপদে পড়ছে সাধারণ মানুষ।