৩৭০ ধারার অবলুপ্তি ও কাশ্মীরকে টুকরো করা মেনে নিতে পারছেন না কাশ্মীরের শেষ যুবরাজ তথা রাজ্যসভা সাংসদ হরি সিং পুত্র করণ সিং৷ ১৯৪৭ সালের ২৭ অক্টোবর রাজ হরি সিংয়ের সঙ্গে পণ্ডিত নেহরুর চুক্তির সময় ওই ঘরে তিনি উপস্থিত ছিলেন৷
সেই সময়কার স্মৃতি রোমন্থন করে করণ সিং বলেন, ‘একই দেশের অংশ হওয়া মানেই পুরো ব্যবস্থা একরকম হবে, এমনটা নয়। জম্মু কাশ্মীরের ক্ষেত্রে বিষয়টির সমাধান কিন্তু অধরাই থেকে গেল। আগামী যতদিন সমাধান হবে না, ধন্দ বাড়তেই থাকবে’।
তাঁর বাবার সঙ্গে ভারত সরকারের চুক্তি বাতিল নিয়ে তিনি যে সন্তুষ্ট নন সেটা পরিষ্কার করে দিয়ে করণ সিং বলেন, ‘১৯৫২ সালে শেখ আব্দুল্লাহ এবং জহরলাল নেহরুর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ১৯৫৭ সালের ২৬ জানুয়ারি আমি নিজে সংবিধানে স্বাক্ষর করি। কিন্তু তারপর থেকে ক্রমশ রাষ্ট্রপতির নির্দেশ জারি হওয়ার ঘটনা বাড়তেই থাকে। ১৯৭৫ সালে ফের শেখ আব্দুল্লাহ এবং ইন্দিরা গান্ধীর মধ্যে আবার এক রাজনৈতিক চুক্তি স্বাক্ষরিত হয়’।
জম্মু কাশ্মীর এতদিন যে বিশেষ সুবিধে পেত সেই একই সুবিধা চীন হংকংকে দেয় বলে জানান তিনি৷ তাই একই দেশের অংশ হওয়া মানেই পুরো ব্যবস্থা একরকম হবে, এমনটা নয় বলে বিশ্বাস করেন করণ সিং। তাই জম্মু কাশ্মীরের ক্ষেত্রে বিষয়টির সমাধান কিন্তু অধরাই থেকে গেল বলে মত তাঁর। করণ সিংয়ের কথায়, ‘যতদিন এর সমাধান হবে না, ধন্দ বাড়তেই থাকবে’।