আর্থিক প্রতারণায় অভিযুক্ত হলেন হাওড়ার এক বিজেপি কর্মী। ভুয়ো অর্থলগ্নী সংস্থা খুলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। এক আর্থিক প্রতারণার চক্রের মূল কান্ডারি ছিলেন সে। সেই বিজেপি নেতার নাম, বিশ্বনাথ হালদার। বাড়ি হাবড়া থানার আশরফাবাদ এজি কলোনি। রবিবার তাঁকে বারাসাত আদালতে তোলা হয়।
২০১২ সালে একটি অর্থলগ্নি সংস্থা খুলে গরিব মানুষকে ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কয়েকমাস চলার পর টাকা ফেরতের সময় চলে আসে। তখনই বন্ধ করে দেওয়া হয় সংস্থাটি। অন্যদিকে টাকা ফেরত না পেয়ে শনিবার গৌতম হাওলাদার নামে একজন থানায় অভিযোগ জানান। পুলিশ ঘটনার তদন্ত করেন এবং জানান, বিভিন্ন মানুষের কাছ থেকে তিনি প্রায় ৩০ লক্ষ টাকা তুলেছে। এই চক্রে আর কে কে যুক্ত জানার জন্য পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।