আবার গতকাল একবার জ্বলে উঠল রোহিত শর্মার ব্যাট। বিশ্বকাপে তাঁর ব্যাটের ঝলকানিতে মাতোয়ারা ছিল বিশ্ববাসী। পাঁচটি শতরানের রেকর্ড করেছেন তিনি। সেই রেশ কাটিয়ে আবারও মাঠে ফিরেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের সফরে দ্বিতীয় টি২০ ম্যাচে আবার কথা বলল তাঁর ব্যাট। সঙ্গে গড়লেন অনন্য এক রেকর্ড। সর্বোচ্চ ছক্কা হাঁকানোর নজির গড়লেন হিটম্যান।
ফ্লোরিডায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ছক্কা মারার নিরিখে রোহিত শর্মা দাঁড়িয়েছিলেন ক্রিস গেইলের ঠিক পিছনে দ্বিতীয় স্থানে। রবিবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে অনবদ্য হাফসেঞ্চুরি করার পথে ৩টি ছক্কা হাঁকান হিটম্যান। ফলে গেইলকে টপকে এই ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক ছক্কা হাঁকানোর বিশ্বরেকর্ড গড়েন রোহিত।
ইনিংসের ১১তম ওভারে সুনীল নারিনকে ডিপ মিডউইকেটের উপর দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে এমন নজির গড়েন ভারতীয় ওপেনার। গেইল ৫৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচের ৫৪টি ইনিংসে মোট ১০৫টি ছক্কা মেরেছেন। ফ্লোরিডায় ৩টি রবিবাসরীয় ছক্কার সৌজন্যে রোহিতের আন্তর্জাতিক টি-২০ ছক্কার সংখ্যা দাঁড়ায় ১০৭ টি।