দুর্ধর্ষ জয়ে ঘুরে দাঁড়াল ভারতের মহিলা ফুটবল দল। কোটিফ কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বলিভিয়ার বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেল ভারত। সৌজন্যে রতনবালা দেবীর জোড়া গোল। ভারতের হয়ে অপর গোলটি করেন বালা দেবী। অবশ্য বলিভিয়ার একমাত্র গোলটির পিছনেও এক ভারতীয় ফুটবলারেরই অবদান রয়েছে। সুইটি দেবীর আত্মঘাতী গোলেই এক সময় দক্ষিণ আমেরিকার দলটি এগিয়ে গিয়েছিল ম্যাচে।
বলিভিয়াকে খুব বেশিক্ষণ লিড বজায় রাখতে দেননি বালা দেবী। ৫ মিনিটে মাথাতেই প্রতিপক্ষের পেনাল্টি বক্সে বল পেয়ে দুরন্ত ভলিতে গোল করেন তিনি। ভারত ১-১ গোলে ম্যাচে সমতা ফেরায়। পরের আধঘন্টা সময়ে প্রতিপক্ষের বক্সে দু’দল বেশ কয়েকটা আক্রমণ শানালেও ফিনিশিং টাচ দিতে ব্যর্থ হয়। ভারত বেশ কিছুটা সময় বলের দখল নিজেদের কাছে রাখার চেষ্টা করে। বেশ কয়েকটা সুযোগও নষ্ট করে তারা।
তবে ম্যাচের ৩৬ মিনিটের মাথায় বলিভিয়ার জালে বল জড়িয়ে ভারতকে কাঙ্খিত লিড এনে দেন রতনবালা দেবী। লেফট উইং থেকে ভাসানো বলে মাথা ছুঁইয়ে গোল করেন তিনি। ভারত ম্যাচে এগিয়ে যায় ২-১ গোলে। কিছুক্ষণের মধ্যেই দলের হয়ে তৃতীয় এবং ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন রতনবালা দেবী। ফলে ম্যাচের চূড়ান্ত স্কোরলাইন দাঁড়ায় ৩-১। সোমবার টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে ভারতের মেয়েরা। ভারতের প্রথম একাদশ: অদিতি চৌহান (গোলকিপার), সুইটি দেবী, জবামনি টুডু, আশালতা দেবি, সঙ্গীতা বাসফোর, রতনবালা দেবী, সঞ্জু, বালা দেবী, দাংমেই গ্রেস, মনীষা ও ঋতু রানি।
স্পেনের ঐতিহ্যশালী এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্থানীয় ভিয়ারিয়াল সি এফের কাছে ০-২ গোলে পরাজিত হয়েছিল ভারত। শুরুতেই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ায় বলিভিয়ার বিরুদ্ধেও একসময় হারের আতঙ্ক চেপে বসেছিল ভারতের ঘাড়ে। তবে রতনবালা দেবী ও বালা দেবীর যুগলবন্দিতে পরাজয়ের আশঙ্কা দূর করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় দল।