দীর্ঘ সাত-আট বছর ধরে বনগাঁ পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের শক্তিগড়ে নবোদয় ক্লাবের কমিটি হলে চলছিল বনগাঁ পুরসভার একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। সেখান থেকে ৮,৯,১০ ও ১২ নম্বর ওয়ার্ডের নাগরীকদের স্বাস্থ্য পরিসেবা দেওয়া হত। স্থানীয় মানুষের অভিযোগ, কিছুদিন আগে শক্তিগড় নবোদয় সংঘের সদস্যরা পুরসভার এই স্বাস্থ্য কেন্দ্রে তালা দিয়ে দেয়। মুছে দেওয়া হয় স্বাস্থ্য কেন্দ্র লেখা। পরবর্তী কালে স্থানীয় বাসিন্দারা এই মর্মে বনগাঁ পুরপিতা শঙ্কর আঢ্যের কাছে লিখিত অভিযোগ জানায়। স্থানীয়দের অভিযোগ পেয়ে পুরসভার পক্ষ থেকে বনগাঁ থানায় লিখিত অভিযোগ জানানো হয়। পুলিশের সহযোগিতায় স্বাস্থ্য দফতর পুনর্দখল করে মানুষের পরিষেবা দেওয়ার ব্যবস্থা করে পুরসভা। অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের মদতেই এই কান্ড ঘটেছে।
এই বিষয়ে বনগাঁ পুরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্য বলেন, বিজেপির মদতে ক্লাবের কিছু সদস্য ডাক্তারবাবুকে বের করে তালা মেরে দেয়। আমরা আবার স্বাস্থ্য কেন্দ্রটি পুনরুদ্ধার করে সধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা করে দিয়েছি। বিজেপি যতই মানুষের সাধারণ জীবনযাত্রা ব্যাহত করার চেষ্টা করুক না কেন, তা কখনই সফল হবে না।