এই বারের গরম যেন মাত্রাতিরিক্ত ভয়ানক। বর্ষার জন্যে চাতকের মত মানুষও অপেক্ষা করছে। কিন্তু বৃষ্টি আসি আসি করেও আসছে না। আর যেটুকু বৃষ্টি হচ্ছে তাতে কিচ্ছু গরম কমছে না। তবে অবশেষে আশার খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আগামীকাল বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবারই উত্তরপূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জেরে সপ্তাহভর চলবে বৃষ্টি। এমনটাই জানান দিচ্ছে হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির পরিস্থিতি অনুকুল। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলবে সপ্তাহের শেষ পর্যন্ত। এর ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি কিছুটা মিটতে পারে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বর্ধমান, হুগলি, হাওড়ায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। নিম্নচাপের কারনে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা।