কাশ্মীরে বাড়ানো হচ্ছে নিরাপত্তা। আরও আঁটোসাঁটো করা করা হচ্ছে নিরাপত্তা প্রক্রিয়া। উপত্যকার বিভিন্ন অংশ নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। সিভিল সেক্রেটারিয়েট, পুলিশের সদর দফতর, বিমানবন্দর, কেন্দ্রীয় সরকারি অফিস-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।
সামনে ঈদ। কিন্তু ভূস্বর্গ যেন নিস্তব্ধ। বন্ধ সব দোকান পাট। নিত্য প্রয়োজনীয় জিনিস জোগার করতে হিমশিম খেতে হচ্ছে স্থানীয় মানুষকে। বেশিরভাগ পেট্রল পাম্পই শুষ্ক হয়ে গিয়েছে। তার বাইরে দীর্ঘ লাইন দিয়ে অপেক্ষা করতে হচ্ছে মানুষজনকে।
রবিবার রাত থেকে জম্মুরও বেশ কিছু জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। জম্মুতে ৪০ কোম্পানি ও শ্রীনগরে ১০০ কোম্পানি সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। শ্রীনগরগামী সব গাড়িতে চেকিং চলছে। রবিবার মধ্যরাতে গৃহবন্দি করা হল জম্মু-কাশ্মীরের প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতিকে।