বিহারে বিজেপির সঙ্গে জোট করে সরকার চালাচ্ছেন নীতিশ কুমার। তবে এর বাইরে আর কোনোভাবেই গেরুয়া শিবিরের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চান না নীতিশ তা আবেভাবে আগেই বুঝিয়ে দিয়েছিলেন। এইবার সেই বার্তা আরও স্পষ্ট হল। ঝাড়খণ্ডে একলা চলো নীতি নিল নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড। আসন্ন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে তাঁরা এককভাবে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ঝাড়খণ্ড জেডিইউ ইউনিটের পক্ষ থেকে একটি দল সম্প্রতি নীতীশ কুমারের সঙ্গে তাঁর সরকারি বাসভবনে দেখা করে। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়, রাজ্যের ৮১টি বিধানসভা আসনে প্রার্থী দেবে জেডিইউ। ঝাড়খণ্ড জেডিইউয়ের রাজ্য সভাপতি সালখান মুর্মু বলেন, ২৫ আগস্ট দল রাঁচিতে একটি বড় সম্মেলনের আয়োজন করবে।
জেডিইউয়ের দাবি, বিজেপি-সহ সমস্ত দল ঝাড়খণ্ডের জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তবে জেডিইউ তার প্রতিশ্রুতি রক্ষা করবে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজনৈতিক কৌশলী তথা দলের সহ-সভাপতি প্রশান্ত কিশোরও।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে জেডিইউয়ের সঙ্গে জোট করে বিহারে ভাল ফল করে বিজেপি। কিন্তু মন্ত্রী সভায় তার প্রতিফলন পাওয়া যায়নি। মাত্র একটি পদ দেওয়া হয়েছিল জেডিইউকে। যাতে স্বভাবতই অখুশি হয়েছেন জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমার। মন্ত্রীসভার সেই পদ গ্রহণও খারিজ করে দেন তিনি। আর সেই থেকেই মোদীর সঙ্গে দূরত্ব বাড়তে থাকে নীতিশের। আগেই জল্পনা ছিল নীতিশের একলা চল নীতির, এইবার তা স্পষ্ট হল।