প্রথমবারের চেষ্টা ব্যর্থ হবার পর দ্বিতীয়বারের চেষ্টায় ভারতকে সাফল্যের মুকুট পরিয়ে সফলভাবে রওনা হয়েছে চন্দ্রায়ন ২। একটু একটু করে চার ধাপ পার করেছে সেটি। আর মাত্র এক ধাপ দূরেই চাঁদ। আর আগেই পৃথিবীকে ছবি পাঠাল সেই চন্দ্রযান।
ট্যুইট করে সেই ছবিগুলি প্রকাশ করেছে ইসরো। চন্দ্রযানের ল্যান্ডার বিক্রমের LI4 ক্যামেরা থেকে তোলা হয়েছে সেই ছবি। একাধিক দিক থেকে তোলা হয়েছে ছবিগুলি। ৩ অগস্ট, শনিবার তোলা হয়েছে সেই ছবিগুলি। রবিবার সেই ছবি প্রকাশ করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। মোট চারটি ছবি প্রকাশ করা হয়েছে। মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখাচ্ছে, সেই ছবিই প্রকাশ করা হয়েছে।
ইসরোর পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, স্পেসক্রাফটি আপাতত নির্দিষ্ট করে দেওয়া শেষ কক্ষপথে পৌঁছেছে৷ প্রায় ১০ মিনিট ধরে সর্বোচ্চ কক্ষপথে সফলভাবে পাক খেয়েছে সেটি এবং শেষ পর্যন্ত চন্দ্রায়ন২ তার স্পেসক্রাফটটিকে প্রতিস্থাপন করতে পেরেছে৷ শুক্রবার দুপুরে পৃথিবীকে ঘিরে চতুর্থ পাক শেষ করেছে চন্দ্রায়ন ২৷ যার অর্থ এবার সোজা চাঁদে পাড়ির পথ বাকি, যা এই অভিযানে চাঁদের মাটি ছোঁয়ার শেষ অংশ।