রবিবারের পর কেটে গেছে চারদিন। এখনও জ্ঞ্যান ফেরেনি দুর্ঘটনার কবলে পড়া উন্নাওয়ের সেই নির্যাতিতার। আপাতত ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। তবে উন্নাওয়ের নির্যাতিতার গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বিতর্ক অব্যাহত। এরমধ্যেই সীতাপুর জেলের বাইরে এক পুলিশকর্মীকে ঘুষ দেওয়ার ভিডিও সামনে আসতে শুরু হয়েছে তীব্র বিতর্কের।
ধর্ষণের মূল অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগার এই সীতারাম জেলেই রয়েছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, কুর্তা, পাঞ্জাবি পরা এক ব্যক্তিকে দেখা যাচ্ছে পুলিশকে ঘুষ দিতে। অভিযোগ, তিনিই কুলদীপের ঘনিষ্ঠ উন্নাওয়ের পঞ্চায়েত সদস্য রিংকু শুক্লা। স্বাভাবিক ভাবেই এই ভিডিও নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। তবে এই বিষয়ে উত্তরপ্রদেশের ডিজি আনন্দ কুমার বলেছেন, “ভিডিও এখনও দেখিনি। তবে ওটার কথা শুনেছি। ভিডিও দেখে তদন্তের ব্যবস্থা করব। পুলিশ অফিসার দোষি সাব্যস্ত হলে তাকে বহিস্কার করা হবে”।
উল্লেখ্য, গত রবিবার রায়বেরিলির জেলে বন্দি কাকা মহেশ সিংকে দেখতে যাবার সময় একটি ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হন উন্নাওয়ের নির্যাতিতা। এবং তার আইনজীবী। দুর্ঘটনায় প্রাণ হারান নির্যাতিতার কাকিমা ও মামি।