উন্নাও কান্ড নিয়ে চাপান-উতোর লেগেই আছে। এইবার সেই ঘটনায় নয়া মোড় নিল। রহস্য আরও দানা বাধল। গত রবিবার উন্নাওয়ের ধর্ষিতা ও তার পরিবারকে নিয়ে একটি গাড়ি ফিরছিল রায় বরেলি থেকে। একটি ট্রাক সুইফট ডিজায়ার গাড়িটিকে ধাক্কা মারে। দু’জন নিহত হন। অভিযোগকারিণী মেয়েটি নিজেও গুরুতর আহত হয়েছে। দেখা গিয়েছে, ঘাতক ট্রাকের নাম্বার প্লেটে কালো রং করা। অনেকের ধারণা, ট্রাক মালিকের পরিচয় গোপন করতেই তার নম্বর কালো রং-এ ঢেকে দেওয়া হয়েছিল। কিন্তু মালিক নিজে বলেছেন অন্য কথা।
তিনি তদন্তকারীদের বলেছেন, কানপুরের একটি সংস্থার থেকে ঋণ নিয়ে তিনি ট্রাক কিনেছিলেন। তাঁকে মাসে মাসে ইএমআই দিতে হয়। তিনি কয়েক মাস ইএম আইয়ের টাকা দিতে পারেননি। যারা ঋণ দিয়েছিল, তারা যাতে ট্রাকটি আটক না করতে পারে, সেজন্য কালো রং দিয়ে নাম্বার প্লেট ঢেকে দিয়েছিলেন।
অন্যদিকে ঋণদাতা সংস্থা জানিয়েছে, কেউ ঠিক সময়ে ইনস্টলমেন্টের টাকা না দিতে পারলে আমরা চাপ সৃষ্টি করি না। ওই নির্দিষ্ট ট্রাকমালিক সম্পর্কে বলা হয়েছে, তিনি মাঝে কয়েকটি কিস্তির টাকা দিতে পারেননি। তবে এখন সব টাকা মিটিয়ে দিয়েছেন। তিনি আগেও আমাদের থেকে ঋণ নিয়ে গাড়ি কিনেছেন। তাঁর দু’টো গাড়িতে আমরা ফিনান্স করেছি। তাঁর গাড়ির নো অবজেকশন সার্টিফিকেটও আছে।
ঘাতক ট্রাকের মালিক বলছেন একরকম। তিনি যাঁদের থেকে ঋণ নিয়ে ট্রাক কিনেছিলেন, তাঁরা বলছেন অন্যরকম। এর ফলে উন্নাওকাণ্ডে নতুন করে ঘনিয়ে উঠেছে রহস্য। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ট্রাকমালিক আর ঋণদাতা সংস্থার মালিকের মধ্যে কে সত্যি বলছেন?