শুক্রবার সন্ত্রাস হামলার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই অবরুদ্ধ হয়ে গেছে এ বছরের মত অমরনাথ যাত্রা। পাক মদতে জঙ্গি হামলা হতে পারে বলে খবর আসে গতকালই। তারপরই কাশ্মীর ত্যাগের হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। আর তারপরই কাশ্মীর থেকে ফেরার বিমানে সিট পাওয়া নিয়ে লেগেছে ম্যারাথন দৌড়। আর বিমানভাড়া লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
শনি ও রবিবারে শ্রীনগর থেকে ফেরার বিমানগুলি প্রায় সম্পূর্ণ ভর্তি। সন্ত্রাসবাদী হামলার ভয়ে যত তাড়াতাড়ি সম্ভব কাশ্মীরছাড়তে চাইছেন পর্যটকরা। সামান্য যে কয়েকটি আসন এখনও খালি আছে, সেগুলির দাম চড়েছে প্রায় রকেটের গতিতে। রবিবার শ্রীনগর থেকে দিল্লি আসার বিমানভাড়া ১৫,৫০০টাকা থেকে শুরু হয়ে ২১,০০০ টাকা পর্যন্ত উঠেছে। শ্রীনগর থেকে মুম্বইয়ের বিমানভাড়া ১৬,৭০০ টাকা থেকে ২৫,০০০ টাকার মধ্যে রয়েছে। তবে সোমবার থেকে ভাড়া কিছুটা কমতে পারে বলে মনে করছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। যাত্রীচাপ কমাতে অতিরিক্ত বিমান চালাতে সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, জম্মু-কাশ্মীরের রাজনীতিবিদদের উদ্দেশ্যে অযথা আতঙ্ক না ছড়ানোর পরামর্শ দিলেন রাজ্যপাল সত্যপাল মালিক। সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করেছেন তিনি। তিনি বলেন যে অশান্ত সময়ে নানা ধরনের গুজব ছড়ায়, তাতে কান দেওয়ার জন্য বলেছেন রাজ্যপাল। পরে বিবৃতি দিয়ে তিনি বলেন, ‘একটা ইস্যুর সঙ্গে অন্যকে মিলিয়ে দিয়ে অযথা আতঙ্ক ছড়ানো হচ্ছে। নিরাপত্তার কারণে একটা পদক্ষেপ করা হয়েছে, তার সঙ্গে অন্য কোনও কিছুর সম্পর্ক নেই।’
শুক্রবার সন্ত্রাসবাদী হামলারা সম্ভাবনায় কাশ্মীরে বন্ধ করে দেওয়া হয় অমরনাথ যাত্রা। সব তীর্থযাত্রীকে যত তাড়াতাড়ি সম্ভব কাশ্মীর ছাড়ার নির্দেশ দেয় প্রশাসন। এই অবস্থায় উপত্যকায় ছড়িয়ে পড়া আতঙ্ক নিয়ে কথা বলতে জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিকের দ্বারস্থ হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি, শাহ ফয়জল, সাজ্জাদ লোন এবং ইমরান আনসারির মতো নেতারা। সবাইকে শান্ত থাকার পরামর্শ দেন রাজ্যপাল।