১৪২ বছরের ইতিহাসে এই প্রথম টেস্টে ক্রিকেটারদের সাদা জার্সির পিছনে নাম ও নম্বর ব্যবহৃত হচ্ছে। আইসিসি গত বছরই অনুমতি দিয়েছে টেস্টে ক্রিকেটারদের জার্সির পিছনে নাম ও পছন্দের নম্বর ব্যবহার করার। অবশেষে চলতি অ্যাশেজ টেস্টে রীতি ভেঙে নাম ও নম্বরসহ নতুন জার্সিতে মাঠে নেমেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। যে রীতিকে হাস্যকর বলে মনে করছেন প্রাক্তন অজি স্পিড স্টার ব্রেট লি।
শুক্রবার লি টুইট করেছেন, ‘‘যে লক্ষ্যই থাকুক না কেন, টেস্ট ম্যাচে ক্রিকেটারেরা নিজের নাম লেখা জার্সি পরে খেলছেন, এটার সঙ্গে সহমত হতে পারছি না।’’ সেখানেই না থেমে তিনি টুইটারে আরও লিখেছেন, ‘‘সার্বিক ভাবে ক্রিকেটকে জনপ্রিয় করতে আইসিসি-র উদ্যোগের সমর্থক আমিও। কিন্তু টেস্ট ম্যাচের জার্সিতে নাম লেখা অত্যন্ত হাস্যকর। আমি মনে করি, এটা ভুল পদক্ষেপ।’’
টেস্ট ক্রিকেটকে আকর্ষণীয় করে তুলতে আইসিসি’র একাধিক পদক্ষেপ সমর্থন করলেও জার্সি নিয়ে এই পরীক্ষা-নিরীক্ষা একেবারেই পছন্দ হয়নি ব্রেট লি’র। নিজের অপছন্দের কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দিয়েছেন তিনি। টুইটারে আইসিসিকে উদ্দেশ্য করে লি জানান, তাদের এমন ভাবনা যুক্তিহীন ও হাস্যকর।
পাঁচদিনের ক্রিকেটকে জনপ্রিয় করতে এ বার আইসিসি বিশেষ উদ্যোগ নিয়েছে। শুরু হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। তার অঙ্গ হিসেবে ওয়ান ডে ম্যাচের ধাঁচে এ বার টেস্টেও ক্রিকেটারদের জার্সিতে নাম এবং নম্বর লেখা থাকছে। ১৪২ বছরের পুরনো অ্যাশেজ সিরিজেও এই অভিনবত্ব দেখা যাচ্ছে। তা নিয়ে গিলক্রিস্ট আরও টুইট করেন, ‘‘হতে পারে আমরা হয়তো কিছুটা পুরনো সংস্কারের সমর্থক হয়ে গিয়েছি। সেটাই ভাল। জার্সিতে ক্রিকেটারদের নাম এবং নম্বর ব্যবহার করা সমীচিন বলে মনে করি না।’’