‘জয় শ্রীরাম’ না বলায় ফের গণপিটুনির শিকার হল ৩ মুসলমান কিশোর। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতের গোধরায়। অভিযুক্ত ৬ দুষ্কৃতীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷
অভিযোগকারী সিদ্দিক ভগতের দাবি, ‘বৃহস্পতিবার রাতে আক্রান্ত তিন কিশোর মোটরবাইকে করে বাড়ি ফিরছিল। মাঝপথে দুটি বাইকে ছয়জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী সমীর, সলমন এবং সোহেলকে থামিয়ে দেয়। তাদের ‘জয় শ্রীরাম’ বলতে বলে। আর তা না করতেই শুরু হয় অত্যাচার। সমীরকে কপালে সাইকেলের চেন দিয়ে আঘাত করা হয়। সলমনকে একটি ভোঁতা বস্তু দিয়ে মাথায় মারা হয়।’ এখানেই শেষ নয়, আক্রান্ত যুবকের বাবা জানান, যাওয়ার আগে আক্রমণকারীরা প্রাণনাশের হুমকিও দিয়েছে। তাঁর দাবি, ‘তিনজনকে আবারও এলাকায় দেখা গেলে তাদের হত্যা করার হুমকি দেওয়া হয়েছে।’ জখম সমীর ও তার বন্ধুদের স্থানীয়রাই শহরের সিভিল হাসপাতালে ভর্তি করেছে।
ঘটনার এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ চলছে তদন্ত৷