গত বছর দেশজুড়ে তোলপাড় ফেলে দিয়েছিল উন্নাও ধর্ষণ কাণ্ড। ২০১৭-য় ১৬ বছর বয়সে বিধায়কের কাছে চাকরি চাইতে গিয়ে ধর্ষিতা হতে হয়েছিল বলে অভিযোগ করেছিলেন এক তরুণী। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাড়ির সামনে প্রতিবাদে সামিল হয়ে নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। জানিয়েছিলেন, ২০১৭ সালে চাকরির জন্য বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারের বাড়িতে গেলে সেখানে তাঁকে ধর্ষণ করা হয়। তারপরই সিবিআই তদন্তের পর সেঙ্গারকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করতে বাধ্য হয় সরকার। সম্প্রতি চাপে পড়ে এই দলীয় বিধায়ককে বহিষ্কৃতও করেছে বিজেপি। তবে এবার তাঁর পাশেই দাঁড়ালেন বিজেপিরই আরেক বিধায়ক। প্রকাশ্য সভায় নিজের প্রাক্তন সহকর্মীর সমর্থনে বক্তৃতা করতেও শোনা গিয়েছে উত্তরপ্রদেশের বিজেপির ওই বিধায়ক আশিস সিং আশুকে।
প্রসঙ্গত, গত এক বছর ধরে জেলেই রয়েছেন সেঙ্গার। তবে তিনি যে দ্রুত জেল থেকে বেরিয়ে আসতে পারবেন সে ব্যাপারেও বেশ আশাবাদী বিজেপি বিধায়ক আশিস সিং। শুক্রবার উন্নাওয়ের কাছে একটি গ্রাম পঞ্চায়েতের অনুষ্ঠানে যোগ দিয়ে গিয়েছিলেন আশিস সিং। সেখানেরই একটি ভিডিওতে দেখা গিয়েছে আশিস সিং বলছেন, ‘আমাদের ভাই কুলদীপ সিং সেঙ্গার জীবনের খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আশা করি খুব দ্রুত উনি এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবেন। পরিস্থিতির সঙ্গে লড়াই করে খারাপ সময় কাটিয়ে উঠবেন।’ পাশাপাশি, ধর্ষণে অভিযুক্ত তাঁর সতীর্থ ওই সভায় উপস্থিত থাকতে না পারার জন্য দুঃখ প্রকাশও করেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি উন্নাওয়ের নিগৃহীতা ওই তরুণী তাঁর পরিবারের সঙ্গে গাড়ি করে যাওয়ার সময় তাঁদের গাড়িকে ধাক্কা মারে একটি চলন্ত ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর মা এবং কাকিমার। তাঁদের মধ্যে একজন ছিলেন ধর্ষণের ঘটনার সাক্ষী। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে নির্যাতিতাও।