মাত্র চব্বিশ ঘণ্টা। তার মধ্যেই ‘আমার গর্ব মমতা’ ভরে উঠল ঝুড়ি ঝুড়ি প্রশংসায়। সদ্য তৃণমূল শুরু করেছে ‘দিদিকে বলো’ কর্মসূচী। সমস্যার কথা সরাসরি ফোনে জানানো যাবে স্বয়ং মুখ্যমন্ত্রীকে। এই প্রচারের কর্মসূচীর অংশ হিসাবেই নেতা-মন্ত্রীরা শহরে-গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, রাতে থাকছেন তাঁদের বাড়িতে। এই কর্মসূচীর পিঠোপিঠি শুরু হয়েছে ‘আমার গর্ব মমতা’ কর্মসূচী। একদিনের মধ্যে সেটাও সুপারহিট।
তৃণমূলের তরফে ‘আমার গর্ব মমতা’ নামে খোলা হয়েছে একটি টুইটার পেজ। যেখানে বিস্তারিত ভাবে তুলে ধরা হয়েছে রাজ্য সরকারের সমস্ত প্রকল্প ও কাজকে। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে মানুষের কেন ভাল লাগে সেকথা বিস্তারিত ভাবে তুলে ধরতে পারবেন সাধারণ মানুষ। টুইটারের পাশাপাশি ফেসবুক-সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার পেজেও রয়েছে ‘আমার গর্ব মমতা’। সেখানে কেন দিদির জন্য গর্বিত তা লেখা যাবে বিস্তারিত। এটি শুধু সাধারণ মানুষের জন্য নয়। নেতানেত্রীরাও কমেন্ট করতে পারবেন এই পেজে। টুইটারে হ্যাশট্যাগ ‘আমার গর্ব মমতা’ লিখলেই চলে আসছে এই পেজ। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ঢালাও প্রশংসা করেছেন মমতা ভক্তরা। কেউ লিখেছেন, ‘সততা আর নিরলস চেষ্টা মানুষের পাশে দাঁড়ানোর। সেই কারণেই #আমারগর্বমমতা’ আবার কারও মতে, ‘৩৪ বছরের অপশাসন থেকে যিনি পশ্চিমবঙ্গকে রক্ষা করেছেন তিনিই তো হবেন আমাদের গর্ব। তাই #আমারগর্বমমতা’। মোট কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরপুর প্রশংসা ফুটে উঠেছে ওই পেজে।