মা হওয়ার কারণে দীর্ঘ বিরতি কাটিয়ে আবার টেনিস কোর্টে ফিরছেন সানিয়া মির্জা। আগামী বছরের গোড়ায় টেনিসের মূল স্রোতে দেখা যাবে ৬টি ডাবলস গ্র্যান্ডস্ল্যামজয়ী ভারতীয় তারকাকে। এই প্রসঙ্গে সানিয়া জানিয়েছেন, নতুন ভাবে তাঁর প্রমাণ করার কিছু নেই। বরং কেরিয়ারের দ্বিতীয় ইনিংসে কোনও সাফল্য পেলে সেটাকে তিনি দেখবেন ‘বোনাস’ হিসেবেই।
ছেলে ইজহান গর্ভে আসার পর প্রায় আড়াই বছর টেনিস থেকে পুরোপুরি দূরে ছিলেন সানিয়া মির্জা। ফলে ওজনও অনেকটা বেড়ে গিয়েছিল। এবার নিজেকে খেলার জন্য ফিট করে তুলতে দিনে ৪ ঘণ্টা করে ঘাম ঝরাচ্ছেন ৩২ বছর বয়সী তারকা। এরই মধ্যে ২৬ কেজি ওজন কমিয়েছেন তিনি। সংবাদ সংস্থা পিটিঅআই’কে দেওয়া এক সাক্ষাৎকারে সানিয়া বলেন, ‘টেনিস কেরিয়ারে আমি সবকিছুই অর্জন করেছি। শৈশব থেকে লালন করে আসা কোনও স্বপ্নই আমার কাছে অধরা নেই। তবু মা হওয়ার পর পুনরায় টেনিস কোর্টে ফিরতে চাইছি স্রেফ খেলাটাকে ভালোবেসেই। নতুন করে কিছু প্রমাণ করার নেই আমার। এরপর যে সাফল্যই পাই না কেন, সেটাকে আমি বোনাস হিসেবে দেখব।’ সেই সঙ্গে তিনি জানিয়েছেন, ‘প্রথমে ভেবেছিলাম আগস্টে কোর্টে ফিরতে পারব। কিন্তু এখন মনে হচ্ছে, আগামী জানুয়ারিতেই প্রত্যাবর্তন সম্ভব। এ ব্যাপারে তাড়াহুড়ো করতে চাই না। সেরা ফিটনেস নিয়েই আমি টেনিসের মূল স্রোতে ফিরতে চাই।’
এখানেই থামেননি ভারতের সর্বকালের সেরা মহিলা টেনিস খেলোয়াড়। আরও বলেছেন, ‘‘এখন মনে হচ্ছে ছেলে ইজ়হানই আমার জীবনের সব চেয়ে বড় আশীর্বাদ। যদি আবার টেনিস খেলি এবং সফল হই তা হলে বলতে হবে যে সেটা আসলে আমার কাছে বিস্ময়। নিজেকে ফিট রাখার লড়াইয়ে ছেলেও আমার প্রেরণা। যদি টেনিসে ফিরি তা হলে জানবেন নতুন করে আমার কিছু প্রমাণ করার নেই। ফিরতে চাই একটাই কারণে। টেনিস খেলতে আর প্রতিযোগিতায় অংশ নিতে ভালবাসি।’’
মা হওয়ার পরে খুব বেশি টেনিস খেলোয়াড় সফল হননি। ব্যতিক্রম মার্গারেট কোর্ট, কিম ক্লিস্টার্সের মতো কেউ কেউ। যাঁরা সন্তানের জন্ম দিয়ে সার্কিটে ফিরে গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন। এখন যেমন চেষ্টা করছেন সেরিনা উইলিয়ামস। সেরিনার র্যাঙ্কিং এখন নয়। মা হওয়ার পরে সার্কিটে ফিরে প্রথম পঞ্চাশে প্রবেশ করে লড়াই চালিয়ে যাচ্ছেন ভিক্টোরিয়া আজ়ারেঙ্কারাও। সানিয়া সে সবের খবর রাখেন। বলেছেন, ‘‘আমি এখনও নিজেই নিজেকে উদ্বুদ্ধ করতে পারি। তবে সেরিনা অবশ্যই আলাদা করে অনুপ্রাণিত করে। গ্র্যান্ড স্ল্যামে এখনও দারুণ কিছু করার জন্য ও যে ভাবে চেষ্টা করছে তা দেখে আমি সত্যিই মুগ্ধ।’’ সবার আগে ফিটনেস বাড়ানোটাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ বিষয়। সেই সঙ্গে ২০২০ টোকিও ওলিম্পিক্সে অংশ নেওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছেন সানিয়া।
বত্রিশ বছরের সানিয়া টেনিসের বাইরে আছেন প্রায় দু’বছর। এই মুহূর্তে দিনে প্রায় চার ঘণ্টা অনুশীলন করছেন। জানিয়েছেন, নিজের ওজন ২৬ কেজি কমিয়ে ফেলেছেন এর মধ্যেই। সন্তানের জন্ম দেওয়ার জন্য টেনিস থেকে ছুটি নেওয়ার আগে তিনি ছ’টি গ্র্যান্ড স্ল্যাম ডাবলস খেতাব জিতেছেন। সঙ্গে তিনটি মিক্সড ডাবলস ট্রফি।