ফ্রান্সকে টপকে বিশ্বের ষষ্ঠ অর্থনীতি হওয়ার তকমা জুটেছিল ভারতের। কিন্তু আচমকাই লাইনচ্যুত হতে হল ভারতের অর্থনীতিকে। ২০১৮ সালের জিডিপির র্যাঙ্কিং-এর নিরিখে ইংল্যান্ড এবং ফ্রান্সের থেকে পিছিয়ে পড়েছে ভারত। বর্তমানে বিশ্বের সপ্তম বৃহৎ অর্থনীতি অর্থনীতি হিসেবে ভারতকে দেখানো হয়েছে বিশ্বব্যাঙ্কের খাতায়।
২০১৭ সালেই ফ্রান্সকে অর্থনীতির রেসে ধাক্কা দিয়েছিল ভারত। ফ্রান্সকে ষষ্ঠ স্থান থেকে সরিয়ে ভারত সেই জায়গা দখল করে নিয়েছিল। কিন্তু নানা কারণে স্থানচ্যুত সেই হতেই হল ভারতকে। অন্যদিকে বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির জায়গা ধরে রেখেছে আমেরিকা। ২০১৮ সালের তথ্য অনুসারে বিশ্ব ব্যাঙ্ক বলছে, ২০.৫ ট্রিলিয়ন ইকোনমি ট্রাম্পের দেশের। দ্বিতীয় সর্ববৃহৎ অর্থনীতির জায়গা পেয়েছে চীন। তাদের অর্থনীতির পরিমাণ ১৩.৬ ট্রিলিয়ন।
অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছে জাপান। তাদের অর্থনীতির পরিমাণ ৫ ট্রিলিয়ন। অন্যদিকে খুব সামান্য ফারাকের জন্যই ভারতকে টপকে যেতে সক্ষম হয়েছে ইংল্যান্ড ও ফ্রান্স। ভারতের অর্থনীতির পরিমাণ এই মুহূর্তে যেখানে ২.৭ ট্রিলিয়ন। সেখানে ইংল্যান্ড ও ফ্রান্সের অর্থনীতির পরিমাণ ২.৮ ট্রিলিয়ন।
উভয় দেশগুলির অর্থনীতিতে সার্বিক আর্থিক বৃদ্ধি বিশেষভাবে লক্ষ্য করা গেলেও বিগত ১ বছরে কিছুটা হলেও নিজেদের অর্থনীতির উড়ান অনেকটাই উচ্চতা পেয়েছে ফ্রান্স ও ইংল্যান্ডের। ২০১৭ সালে ভারতের অর্থনীতি ২.৬৫ ট্রিলিয়নের উচ্চতা ছুঁয়েছিল। তখন ইংল্যান্ডের অর্থনীতির পরিমাণ ছিল ২.৬৪ ট্রিলিয়ন ও ফ্রান্সের অর্থনীতি ছিল ২.৫ ট্রিলিয়ন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সম্প্রতি বাজারের বৃদ্ধিতে হ্রাস হওয়া এবং প্রচুর ছাঁটাইের কারণেও জায়গা কিছুটা হারাতে হয়েছে ভারতকে।