শুরু হল ডুরান্ড কাপ অভিযান। প্ৰথম বাংলায় হচ্ছে এই কাপ। তাই উন্মাদনা ছিল চরমে। মোহনবাগান ও মহামেডান এর মত বাংলার দুই ঐতিহ্যশালী দলের খেলা দিয়ে শুরু হল এই বছরের ডুরান্ড অভিযান। তাই যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিল আলাদাই আনন্দের ঢেউ। মরশুমের প্ৰথম ম্যাচে মহামেডানকে হারিয়ে ২-০ গোলে সহজ হয় তুলে নিল সবুজ-মেরুণ ক্লাব।
এই ম্যাচে বাগানের অনেক চমকের মধ্যে অন্যতম হল স্প্যানিশ কোচ কিবু ভিকুনা। যার দিকে তাকিয়ে ছিল গোটা সবুজ-মেরুণ সমর্থক। তাঁদের আশাহত করেননি তিনি। প্ৰথম ম্যাচেই হিট তিনি। বাগান জার্সি গায়ে প্রথম ম্যাচেই জোড়া গোল করে নজর কাড়লেন চামোরো। এদিন খেলার প্রথমার্ধেই জোড়া গোলে এগিয়ে যায় বাগান। দুমিনিটের মাথায় বেইতিয়ার ফ্রি-কিক চামোরোর মাথা ছুঁয়ে মহামেডানের জালে জড়িয়ে যায়। ২১ মিনিটে ফের ব্যবধান বাড়ান স্প্যানিস স্ট্রাইকার। আশুতোষের সেন্টার থেকে এবারও হেডে গোল করেন তিনি।
এদিকে এদিন ফ্রান গঞ্জালেজ প্রথম থেকে খেলবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। খেলার শুরুতে দেখা গেল, প্রথম একাদশে ফ্রান মোরান্ত, বেইতিয়া ও চামোরোকে নিয়েই দল সাজিয়েছেন কিবু। আর বাকিদের ছাপিয়ে এদিন বাগান সমর্থকদের নয়ণের মণি হয়ে উঠলেন স্প্যানিশ তারকা চামোরোও। পরের ম্যাচে এটিকে-র বিরুদ্ধে নামার আগে এই জয়ই নিঃসন্দেহে আত্মবিশ্বাস জোগাবে গোটা দলকে।
এইদিন মাঠে অন্য এক চমক ছিল। মাঠে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খেলা শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ সারেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। হয়তো সেই আত্মবিশ্বাসের ওপর ভর করেই জয় দিয়ে অভিযান শুরু করল মোহনবাগান।