জোর করে বিজেপি-র সদস্য সংগ্রহ করাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত দূর্গাপুরের শোভাপুর-বিজরা এলাকা। বিজেপি কর্মীরা জোরজবরদস্তি কর সদস্য সংগ্রহ শুরু করলে স্থানীয় তৃণমূল নেতা শিবাজি মুর্মু কিছু কর্মী নিয়ে তাদের ওই কাজ করতে নিষেধ করেন। বিজেপি সেই নিষেধ না করলে বিজেপি কর্মীরা মারমুখী হয়ে ওঠে। এলাকায় দেখা যায় উত্তেজনা।
এই ঘটনায় স্থানীয় কয়েকজন মহিলার পাশাপাশি, বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছে। যদিও বিজেপি-র তরফে তাদের সদস্য সংগ্রহ করার আবেদনপত্র ছিঁড়ে দেওয়ার অভিযোগ তোলা হয়েছে। যদিও একথা সত্য নয় বলে জানিয়েছে তৃণমূল।
মারমুখী বিজেপি কর্মীদের হাতে নিগৃহীত হন তৃণমূল নেতার বোন লক্ষী হাঁসদা৷ জখম অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে পুলিশ আসে এবং অবস্থা নিয়ন্ত্রণে আনে।