কাশ্মীর সমস্যা সমাধানে মার্কিন যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতার আর্জি জানিয়েছিলেন খোদ নরেন্দ্র মোদীই। এর আগে এমনটাই দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ফের কাশ্মীর ইস্যু নিয়ে মুখ খুললেন তিনি। মোদী আর ইমরান তো ফ্যানটাসটিক পিপল। আমার মনে হয়, তারা নিজেরাই সব মিটমাট করে নিতে পারবে। কিন্তু তারা হয়তো চাইবে কেউ মধ্যস্থতা করুক। তাদের সাহায্য করুক। আমি পাকিস্তানের সঙ্গে ব্যাপারটা নিয়ে কথা বলেছি। ভারতের সঙ্গেও খোলাখুলি কথা বলেছি। বৃহস্পতিবার এমনই মন্তব্য করেন ট্রাম্প। এভাবে তিনি কার্যত কাশ্মীর বিতর্কে মধ্যস্থতা করার জন্য ফের আগ্রহ প্রকাশ করলেন।
গতকাল ট্রাম্পকে প্রশ্ন করা হয়, আপনি কি কাশ্মীর বিতর্কের সমাধানে সাহায্য করতে চান? তিনি বলেন, যদি তারা চায়, আমি অবশ্যই হস্তক্ষেপ করব। ‘তারা’ বলতে যে তিনি ভারত ও পাকিস্তানের কথা বুঝিয়েছেন, তা বলাই বাহুল্য। উল্লেখ্য, গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে ট্রাম্প দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীর ইস্যুতে তাঁর হস্তক্ষেপ চেয়েছেন। পরে তিনি আরও নির্দিষ্ট করে বলেন, গত জুন মাসে জাপানে জি-২০ বৈঠকের এক ফাঁকে মোদী তাঁকে কাশ্মীর নিয়ে মধ্যস্থতার অনুরোধ করেছিলেন। অস্বস্তি এড়াতে মোদী সরকারের তরফ থেকে অবশ্য তড়িঘড়ি জানিয়ে দেওয়া হয়, মোদী এমন কোনও অনুরোধ করেননি।