লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যে গেরুয়া শিবিরের তান্ডবে তটস্থ রাজ্যবাসী। কোথাও ভাঙচুর, কোথাও ‘জয় শ্রীরাম’ ধ্বনি নিয়ে অরাজকতা তৈরি হয়েছে দেশ জুড়ে। আর গতকালই এমন এক কান্ডে বনগাঁর নলহাটা কলেজে উত্তেজনা ছড়িয়েছিল। এবিভিপি সমর্থকদের তান্ডবে উত্তাল ছিল কলেজ চত্ত্বর। আর তার জেরেই এইদিন মনীষীদের ছবি নষ্টের অপরাধে এক এবিভিপি সমর্থককে গ্রেফতার করল পুলিশ।
বৃহস্পতিবার থেকেই নহাটার যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু হয়। ফলে এদিন কলেজে প্রথম বর্ষের পড়ুয়াদের বরণ করে নেওয়ার কথা ছিল। সেই মতো অনুষ্ঠানও শুরু হয়। টিএমসিপি সদস্যদের অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন কলেজে হামলা চালায় এবিভিপি। ভাঙচুর চালানো হয় রবীন্দ্রনাথ ঠাকুর ও বিধানচন্দ্র রায়ের মূর্তিতেও। এরপর সংসদ কক্ষে ঢুকে ঘরের চেয়ার, টেবিল ভাঙচুরের পাশাপাশি সেখানে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের মূর্তি ভাঙচুর করে অভিযুক্তরা।
বনগাঁ নহাটা যোগেন্দ্রনাথ স্মৃতি মহাবিদ্যালয় সংঘর্ষ ও ছবি নষ্টের ঘটনায় একজনকে গ্রেপ্তার করল গোপালনগর থানার পুলিশ। ধৃতের নাম অমিত বিশ্বাস। সে নহাটা কলেজেরই দ্বিতীয় বর্ষের ছাত্র। এদিকে আবার বিজেপির কলেজে হামলার অভিযোগে বনগাঁর গোপালনগরের নহাটা এলাকায় মিছিল করলেন কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থকরা।বনগাঁ নহাটা যোগেন্দ্রনাথ স্মৃতি মহাবিদ্যালয় সংঘর্ষ ও ছবি নষ্টের ঘটনায় একজনকে গ্রেপ্তার করল গোপালনগর থানার পুলিশ। ধৃতের নাম অমিত বিশ্বাস। সে নহাটা কলেজেরই দ্বিতীয় বর্ষের ছাত্র। এদিকে আবার বিজেপির কলেজে হামলার অভিযোগে বনগাঁর গোপালনগরের নহাটা এলাকায় মিছিল করলেন কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থকরা।