ফের চুঁচুড়ায় বিজেপি নেতাদের বাড়বাড়ন্ত। ভোট পরবর্তী অশান্তি সারা বাংলা জুড়ে অব্যাহত৷ দিন দিন এলাকায় অশান্তি ছড়ানো বিজেপির এখন রোজকার ঘটনা। গতকাল মগরা থানার বাঁশবেড়িয়া শহরে তৃণমূলের সভাপতি দেবরাজ পালের বাড়ির সামনে অবরোধ বিক্ষোভ দেখাল বিজেপির কর্মী-সমর্থকেরা৷ বিক্ষোভ দেখানোর পাশাপাশি তৃণমূলের গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। এই ঘটনায় মগরা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার তৃণমূল নেতা দেবরাজ পালের স্ত্রী বীথি পাল বিজেপির সদস্য সংগ্রহ অভিযান করছিলেন। এই ঘটনার প্রতিবাদে বিজেপিরা রাস্তা অবরোধ করেন। ঘটনাস্থলে হাজির হয় মগরা থানার বিরাট পুলিশ বাহিনী। পুলিশ বলেন, “এটা আপনাদের দলীয় সমস্যা, দলীয় স্তরে মিটিয়ে নিন। অবরোধ তুলে নিন”।
কিন্তু এরপরও বিজেপি নেতারা দেবরাজ পালের বাড়িতে হামলা চালান৷ দেবরাজ পালের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে দেখাতে তাঁর গাড়ি ও হোটেল ভাঙচুর চালায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।