অযোধ্যা জমি নিয়ে বিতর্ক লেগেই আছে। যা সুপ্রিম কোর্ট পর্যন্তও গড়িয়েছে। কিন্তু তার সুরাহা হয়নি। মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই তাদের শরিকদলগুলি অযোধ্যা নিয়ে সুর চড়িয়েছে। কিন্তু তা আইনি ফাঁসে আটকে আছে। এইবার সুপ্রিম কোর্ট জানাল যে আগামী ৬ আগস্ট থেকে অযোধ্যার বিতর্কিত জমি মামলায় এবার থেকে প্রতিদিন শুনানি হবে। গতকালই এই মামলায় মধ্যস্থতাকারী প্যানেল রিপোর্ট জমা দেয় শীর্ষ আদালতে৷
তাঁদের জমা দেওয়া রিপোর্টের ভিত্তিতেই আজ মাত্র ৬ মিনিটের শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, মধ্যস্থতাকারী যে প্যানেল তৈরি করা হয়েছিল সেই প্যানেল সমাধান সূত্র খুঁজে বের করতে পারেনি৷ প্রধান বিচারপতির এই মন্তব্য থেকেই স্পষ্ট যে অযোধ্যায় মধ্যস্থতার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে এই প্যানেল৷
সূত্রের খবর, তিন সদস্যের এই কমিটি এই মামলার সঙ্গে জড়িত নানা দলের সঙ্গে কথা বললেও তাদের অনেকেই মধ্যস্থতা করতে রাজি হয়নি৷ তাই বাধ্য হয়ে প্রতিদিন শুনানির পথেই হাঁটতে হল শীর্ষ আদালতকে৷ অযোধ্যায় বিতর্কিত জমির বিবাদ মেটাতে দুইপক্ষকেই কাগজপত্র তৈরির নির্দেশ দিয়েছে আদালত ৷ প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে হবে অযোধ্যা মামলার শুনানি৷ আশা করা যায় খুব শীঘ্রই এই মামলার নিষ্পত্তি ঘটবে।