চোটের জন্য ভারতীয় তারকা শেষ মুহূর্তে নাম তুলে নিয়েছিলেন ইন্দোনেশিয়া ওপেন থেকে। খেলেননি জাপান ওপেনেও। তবে তাতে কি! তিনি জাত খেলোয়াড়। তাই প্রায় দু’মাস পরে কোর্টে ফিরলেও তাইল্যান্ড ওপেনের প্রথম রাউন্ডে প্রত্যাশিত ছন্দেই পাওয়া গেল সাইনা নেহওয়ালকে। বুধবার ব্যাঙ্ককে স্থানীয় মেয়ে ফিত্তায়াপরন তাইওয়ানের বিরুদ্ধে সাইনা জিতলেন স্ট্রেট গেমে। ফল সাইনার পক্ষে ২১-১৭, ২১-১৯।
তাইল্যান্ড ওপেনের দ্বিতীয় রাউন্ডে ওঠার পথে হায়দ্রাবাদি শাটলার স্ট্রেট সেটে পরাজিত করলেন থাইল্যান্ডেরই বছর আঠারোর শাটলার ফিত্তায়াপর্ন চাইওয়ানকে।সপ্তম বাছাই সাইনার পক্ষে প্রথম রাউন্ডে ম্যাচের ফল ২১-১৭, ২১-১৯। এর আগে চোটের কারণে শেষ মুহূর্তে ইন্দোনেশিয়া ওপেন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন সাইনা। এরপর চোট সারিয়ে সম্পূর্ন ফিট হয়ে থাইল্যান্ড ওপেনে ফিরে আসার কারণে জাপান ওপেন থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছিলেন প্রাক্তন বিশ্বের এক নম্বর। সেক্ষেত্রে ইন্দোনেশিয়া ও জাপান ওপেনে মহিলা সিঙ্গলসে দেশের একমাত্র মুখ হিসেবে ছিলেন পুসরেলা ভেঙ্কট সিন্ধু।
অন্যদিকে দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন কিদম্বি শ্রীকান্ত, পারুপল্লী কাশ্যপ, এইচএস প্রণয় ও শুভঙ্কর দে। প্রথম রাউন্ডে এক ঘন্টা সাত মিনিটের লড়াইয়ে পঞ্চম বাছাই শ্রীকান্ত হারালেন চিনের রেং পেং বো’কে। খেলার ফল শ্রীকান্তের পক্ষে ২১-১৩, ১৭-২১, ২১-১৯। স্ট্রেট সেটে প্রথম রাউন্ডের বাধা টপকালেন এইচএস প্রণয়। প্রণয়ের পক্ষে ম্যাচের ফল ২১-১৬, ২২-২০। প্রথম সেটে পিছিয়ে পড়ে জয় ছিনিয়ে নিলেন পারুপল্লী কাশ্যপও।
ভারতীয়দের এত সাফল্যের মধ্যে দিনের সব চেয়ে উল্লেখযোগ্য ঘটনা ভারতের মিক্সড ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রানিকরেড্ডি ও অশ্বিনী পোনাপ্পার জয়। ভারতীয় জুটি চমকে দিয়েছে অলিম্পিক্সে রুপোজয়ী চ্যান পেং সুন এবং গোহ লিউ ইংকে হারিয়ে। এই মালয়েশীয় জুটির সঙ্গে ভারতীয়দের ম্যাচ গড়ায় ১ ঘণ্টা ২ মিনিট। অশ্বিনীদের বিশ্ব র্যাঙ্কিং ২৩। সেখানে মালয়েশীয় জুটি বিশ্বের পঞ্চম। অশ্বিনীরা তাঁদের খেলোয়াড় জীবনে এত বড় জয় পেলেন এই নিয়ে দ্বিতীয় বার। এই জুটির বিরুদ্ধেই তাঁরা গত বছর গোল্ড কোস্ট কমওয়েলথ গেমসে জয় পেয়েছিলেন। ভারতীয় জুটি দ্বিতীয় রাউন্ডে খেলবে ইন্দোনেশিয়ার আলপিয়ান একো প্রাসেতিয়া ও মারশেইলাইা ইসলামি জুটির বিরুদ্ধে।